স্বামীর চরম প্রতারণা, স্ত্রীকে তাড়িয়ে এপিক কার্ড চুরি করে বাংলাদেশি মহিলাকে দ্বিতীয় স্ত্রী বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা।

নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাঁসখালির গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর মাঠপাড়া এলাকায় এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। স্বামীর অত্যাচারে বাড়ি ছেড়ে যাওয়া স্ত্রী ঊষা রায়ের এপিক কার্ড চুরি করে তাঁর স্বামী এক বাংলাদেশি মহিলাকে তাঁর দ্বিতীয় স্ত্রী বানিয়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ফর্ম ফিল আপ করে দিয়েছেন।

ঘটনার বিবরণ

  • বাড়ি ছাড়া: স্বামী নিত্য অত্যাচার করায় ঊষা রায় ২০০২ সালে নিজের প্রয়োজনীয় সমস্ত নথি স্বামীর ঘরে ফেলে রেখে এক কাপড়ে বাড়ি ছেড়ে কলকাতায় পরিচারিকার কাজ করতে চলে যান।

  • প্রতারণা: অভিযোগ, এই সুযোগে স্বামী তাঁর ফেলে যাওয়া এপিক কার্ডটি চুরি করেন। এরপর কার্ডে ছবি পাল্টে এক বাংলাদেশি মহিলাকে দ্বিতীয় স্ত্রী বানিয়ে এসআইআর (SIR) ফর্মে প্রথম পক্ষের স্ত্রী ঊষা রায়ের নাম ও এপিক নম্বর ব্যবহার করে নতুন ভোটারের জন্য আবেদন করেন।

  • বিপত্তি: প্রথম পক্ষের স্ত্রী ঊষা রায় সম্প্রতি বিএলও (Booth Level Officer)-এর কাছে নিজের ফর্ম নিতে এসে এই ভয়ঙ্কর ঘটনা জানতে পারেন।

ঊষা রায়ের বর্তমান অবস্থা

প্রতারণার বিষয়টি সামনে আসার পর ঊষা রায় প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছেন। এই ঘটনায় তাঁর জীবনে চরম দুশ্চিন্তা ও দোলাচল সৃষ্টি হয়েছে:

“তাঁর এপিক কার্ড চুরি করে এক বাংলাদেশি মহিলাকে স্ত্রী বানিয়ে ফর্ম ফিল আপও করে ফেলেছেন স্বামী। ফলে বাড়িতে আর ঠাঁই হয়নি তাঁর। তাহলে তাঁর ভবিষ্যৎ কী হবে?”

স্বামীর ঘরে প্রয়োজনীয় সব নথি ফেলে যাওয়ার ফলেই এই সুযোগ নিতে পেরেছেন অভিযুক্ত স্বামী। এখন ঊষা রায়ের বৈধ নাগরিকত্ব ও ভোটার তালিকায় তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy