কাজ থেকে বাড়ি ফেরার কিছুক্ষণের মধ্যেই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য। আর সেই সামান্য ঝগড়ার জেরেই মর্মান্তিক পরিণতি ঘটল এক যুবকের। শোবার ঘরে স্বামীর ঝুলন্ত দেহ দেখে চমকে ওঠেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম বিশ্বজিৎ ভুঁইমালি (২৮)। তিনি পেশায় মাছের গাড়ি চালক ছিলেন।
প্রতিবেশীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো রবিবারও বিশ্বজিৎবাবু কাজকর্ম সেরে বাড়ি ফিরেছিলেন। এর কিছুক্ষণ পরই তাঁর স্ত্রীর সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয়। এরপর বিশ্বজিৎবাবু রাগ করে নিজের শোওয়ার ঘরে চলে যান।
দীর্ঘক্ষণ ঘর থেকে তাঁর কোনো সাড়াশব্দ না পাওয়ায় তাঁর স্ত্রী ঘরে যান। সেখানেই স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন এলাকার লোকজন। দ্রুত পরিবারের সদস্যরা বিশ্বজিৎবাবুকে উদ্ধার করে রসিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। স্বামীর এমন চরম সিদ্ধান্তের কারণ খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ। এই ঘটনায় গোটা রামকৃষ্ণপল্লী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।