বন্দে ভারত এক্সপ্রেসের শেষ মুহূর্তের টিকিট বুকিংয়ের সুবিধা চালু করার পেছনে রেলের কী কৌশল কাজ করছে? আপাতদৃষ্টিতে এটি যাত্রীদের সুবিধা দেওয়ার একটি পদক্ষেপ মনে হলেও, এর মাধ্যমে রেল বন্দে ভারত ট্রেনের আসন খালি থাকার সমস্যা মোকাবিলা করতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আগে এমন হতো যে, শুরুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর মাঝপথের স্টেশনগুলোতে অনেক আসন খালি থাকলেও তা বুক করা যেত না। এর ফলে রেলের রাজস্ব ক্ষতি হতো এবং যাত্রীরাও ভোগান্তির শিকার হতেন। দক্ষিণ রেলওয়ের এই নতুন উদ্যোগের ফলে এখন যাত্রীরা মাঝপথের স্টেশন থেকে অনলাইনে টিকিট বুক করে খালি আসন পূরণ করতে পারবেন। এটি ট্রেনের যাত্রীসংখ্যা বাড়ানোর একটি কার্যকর কৌশল হতে পারে।
বর্তমানে এই সুবিধাটি কেবল ৮টি নির্বাচিত বন্দে ভারত ট্রেনে চালু করা হয়েছে, যা মূলত দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে চলে। এই ট্রায়াল সফল হলে, এই সুবিধাটি দেশের অন্যান্য ১৪৪টি বন্দে ভারত ট্রেনেও চালু করা হবে। এই পদক্ষেপের ফলে বন্দে ভারত এক্সপ্রেসের আসনগুলির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং রেলের রাজস্ব বৃদ্ধি পাবে। এটি যাত্রীদের সুবিধাও দেবে, কারণ অনেক সময় হঠাৎ ভ্রমণের প্রয়োজন হলে শেষ মুহূর্তে টিকিট খুঁজে পাওয়া কঠিন হয়।