সৌন্দর্যের ঈর্ষা! ‘আমার চেয়ে বেশি সুন্দর’, এই হিংসার বশে নিজের ছেলে সহ ৪ শিশুকে চুবিয়ে খুন, পানিপথে গ্রেফতার মহিলা

সৌন্দর্য নিয়ে চাপা প্রতিযোগিতা ও হিংসার জেরে নিজের ছেলেসহ মোট চার শিশুকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই মহিলার নাম পুনম। পুলিশের দাবি, পুনমের থেকেও বেশি ‘সুন্দর’ কাউকে তিনি সহ্য করতে পারতেন না, আর সেই বিকৃত ঈর্ষাই তাকে শিশুহত্যার দিকে ঠেলে দিয়েছে।

জানা গিয়েছে, সর্বশেষ শিকার ছিল পুনমের ছ’বছরের ভাইঝি বিধি। সোমবার পানিপথের নৌলথা গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে শিশুটিকে খুন করা হয়।

রোমহর্ষক আবিষ্কার:

সোমবার দুপুরে বিয়ের শোভাযাত্রা চলাকালীন ৬ বছরের বিধিকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর দোতলার একটি স্টোররুমের দরজা বাইরে থেকে আটকানো দেখে সন্দেহ হয়। দরজা খুলে পরিবারের সদস্যরা দেখেন, একটি বড় গামলায় মুখ ডুবিয়ে পড়ে রয়েছে ছোট্ট বিধি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

তদন্তে নেমে পরিবারের ভিতরেই লুকিয়ে থাকা মৃত্যু ছায়ার সন্ধান পায় পুলিশ। প্রথমে অস্বীকার করলেও, টানা জিজ্ঞাসাবাদের মুখে পুনম ভেঙে পড়ে এবং ৪টি শিশুহত্যার কথা স্বীকার করে নেয়।

৪ খুনের স্বীকারোক্তি ও পদ্ধতি:

পুলিশের কাছে পুনম জানিয়েছে, ‘সৌন্দর্য নিয়ে হিংসা’ থেকেই সে শিশুদের টার্গেট করত। তার স্বীকারোক্তি অনুযায়ী—

  1. প্রথম খুন (২০২৩): স্বামীর বোনের মেয়ে।

  2. দ্বিতীয় খুন (২০২৩): পুলিশের সন্দেহ এড়াতে নিজের ছেলে।

  3. তৃতীয় খুন (২০২৪ অগস্ট): সিওয়া গ্রামে আরেকটি মেয়ে, যে তার থেকে ‘বেশি সুন্দর’ ছিল।

  4. চতুর্থ খুন (সম্প্রতি): ভাইঝি বিধি।

প্রতিটি ক্ষেত্রেই সে একই পদ্ধতি—জলে ডুবিয়ে শ্বাসরোধ—ব্যবহার করেছে এবং পরিবারের অনুষ্ঠানের ভিড় বা অসতর্ক মুহূর্তকে কাজে লাগিয়েছে। পুলিশ পুনমকে গ্রেফতার করে আদালতে পেশ করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy