সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোটি কোটি টাকার প্রতারণা! সিবিআইয়ের ‘অপারেশন চক্র V’-এ কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু থেকে ৩ জন গ্রেফতার

দেশজুড়ে ছড়িয়ে পড়া অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। মঙ্গলবার এক সমন্বিত অভিযানে কর্ণাটক, তামিলনাড়ু ও কেরলে হানা দিয়ে সংস্থাটি তিনজনকে গ্রেফতার করেছে। অভিযোগ, এই চক্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষকে অনলাইন ইনভেস্টমেন্ট ও পার্ট-টাইম চাকরির লোভ দেখিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সাইবার অপরাধ দমন শাখা I4C (Indian Cyber Crime Coordination Centre)-এর অভিযোগের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। এই অভিযান “অপারেশন চক্র V (Operation Chakra V)”-এর অংশ, যা সাইবার প্রতারণা রুখতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

কীভাবে চলছিল এই জালিয়াতি?
সিবিআই সূত্রে জানা গেছে, এই সংঘবদ্ধ অপরাধচক্র অত্যন্ত sofisticated পদ্ধতিতে কাজ করত:

ফাঁদ পাতা: প্রতারকরা ডিজিটাল বিজ্ঞাপন, বাল্ক এসএমএস প্রচার ও সিম-বক্স প্রযুক্তি ব্যবহার করে টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো এনক্রিপ্টেড মেসেজিং সার্ভিসের মাধ্যমে উচ্চ মুনাফার বিনিয়োগ স্কিমে মানুষকে টানত।

ভুয়ো কোম্পানি: বেঙ্গালুরু-সহ একাধিক শহরে শেল কোম্পানি তৈরি করে টাকার কারসাজি চলছিল। সাধারণ মানুষকে পার্ট-টাইম চাকরির নাম করে এইসব কোম্পানির ‘ডিরেক্টর’ করা হত, যাতে প্রতারণার দায় তাদের ঘাড়ে পড়ে।

নকল প্রোফাইল: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিয়োগ প্রক্রিয়া চালিয়ে সাধারণ মানুষের কেওয়াইসি (KYC) ডকুমেন্ট সংগ্রহ করে নকল প্রোফাইল ও জাল ডিজিটাল সিগনেচার ব্যবহার করে একাধিক ভুয়ো কোম্পানি রেজিস্টার করা হত।

অর্থ পাচার: প্রতারণার মাধ্যমে আসা টাকা ইউপিআই, পেমেন্ট গেটওয়ে ও ক্রিপ্টো এক্সচেঞ্জের মাধ্যমে বারবার ঘোরানো হত যাতে আসল উৎস গোপন থাকে। টাকার বড় অংশ ক্রিপ্টোকারেন্সি, সোনা অথবা বিদেশে পাঠিয়ে দেওয়া হত।

তদন্তের গতি ও বিদেশি যোগ
তদন্তকারীদের মতে, ভারতীয় কিছু নাগরিক বিদেশি মাফিয়া গোষ্ঠীর নির্দেশে এই কাজ করছিল। বিদেশে থাকা এই অপরাধীরা অনলাইন গ্যাম্বলিং ও ইনভেস্টমেন্ট প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। বর্তমানে সিবিআই তাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

সিবিআই জানিয়েছে, এখন পর্যন্ত বহু ব্যাংক অ্যাকাউন্ট ও ই-ওয়ালেট ফ্রিজ করা হয়েছে। সিবিআই মুখপাত্র সতর্ক করে দিয়েছেন, “সোশ্যাল মিডিয়া ও মোবাইল প্ল্যাটফর্মে অপরিচিত বিনিয়োগ বা চাকরির প্রস্তাবে সাড়া না দেওয়াই সঠিক। ডিজিটাল জালিয়াতি রুখতে জনসচেতনতা তৈরি করা এখন জরুরি।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy