সোমবার দিল্লিতে শাহের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠক, একই দিনে মমতার ডাকে তৃণমূল সাংসদরা

ঠিক যখন সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক ডেকেছেন, তখনই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বাংলার বিজেপি সাংসদরা। রবিবার শমীক ভট্টাচার্য নিজেই এই বৈঠকের কথা নিশ্চিত করেছেন। আনন্দবাজার ডিজিটালের প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকের জন্য বঙ্গ বিজেপি অমিত শাহের কাছে সময় চেয়েছিল এবং তাতে সবুজ সংকেত মিলেছে।

বৈঠকের উদ্দেশ্য ও রণকৌশল:

সংসদে পুরোদমে অধিবেশন চলছে এবং তৃণমূল সাংসদরা ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হয়েছেন। ভাষা বিতর্ক থেকে শুরু করে ভোটার তালিকা ঘিরে বিশেষ সমীক্ষা (SIR) — বিভিন্ন বিষয়ে অভিযোগ এনে ঘাসফুল শিবিরের সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন।

রাজনৈতিক মহলের দাবি, কেন্দ্রীয় নেতৃত্ব এর পাল্টা জবাব দিলেও, বিজেপির বঙ্গ শাখা সংসদে এখনও সেভাবে কার্যকরভাবে জবাব দিতে পারেনি। গেরুয়া শিবিরের অন্দরমহলের সূত্র বলছে, রাজ্যের বিজেপি সাংসদরা প্রতিদিন সংসদে বক্তৃতার সুযোগ পাচ্ছেন না, কারণ এই বক্তাদের তালিকা কেন্দ্রীয় স্তরে ঠিক করা হয়। ফলে তৃণমূলের অভিযোগের যথাযথ জবাব দিতে পারছেন না বাংলার বিজেপি সাংসদরা। এমন পরিস্থিতিতে ঠিক কোন রণকৌশলে এগোনো যায়, তা নিয়েই সম্ভবত অমিত শাহের সঙ্গে আলোচনা হবে।

আরজি কর ইস্যু:

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “আরজি করে নিহত চিকিৎসকের বাবা-মা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। আগামী ৯ অগাস্ট একটি প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন তাঁরা। সেই বিষয়ে আমাদের জানাতে এসেছিলেন এবং আরও কিছু বলেন। সেই সব কথা শাহকে জানানো হবে।” এই বিষয়টি নিয়েও শাহের সঙ্গে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভোটের আগে প্রস্তুতি:

রাজ্য বিজেপির একাংশ মনে করছে, সামনে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তার আগে সংসদে তৃণমূলের অভিযোগের পাল্টা জবাব দেওয়া অত্যন্ত জরুরি। কারণ, বাংলা সংস্কৃতি এবং SIR (Special Investigation Report) ইস্যুতে ইতিমধ্যেই তৃণমূল সুর চড়িয়েছে। তাই সংসদে বাংলার বিজেপি প্রতিনিধিদের পাল্টা জবাব দেওয়া রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সম্ভবত সেই কৌশল ঠিক করতেই বিজেপি সাংসদরা অমিত শাহের সঙ্গে আলোচনায় বসছেন।

অর্থাৎ, সোমবার একই সময়ে একদিকে তৃণমূল সাংসদরা তাদের দলনেত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন, অন্যদিকে বাংলার বিজেপি সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে ব্যস্ত থাকবেন। দুই প্রধান রাজনৈতিক দলের এই যুগপৎ বৈঠক বাংলার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy