পুরনো সোনা বিক্রি করতে গিয়ে গয়নার দোকানে দর কষাকষি বা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার দিন ফুরোল। প্রযুক্তির হাত ধরে সোনা কেনাবেচার সংজ্ঞাই বদলে দিল হায়দ্রাবাদ। ফিনটেক সংস্থা ‘গোল্ডসিক্কা’ বাজারে নিয়ে এল ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) চালিত গোল্ড এটিএম। এই অত্যাধুনিক মেশিনের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই সোনা বিক্রি করে তার সঠিক মূল্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন গ্রাহকরা।
কীভাবে কাজ করবে এই জাদুকরী মেশিন? প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ এবং দ্রুত। প্রথমে আধার বা প্যান কার্ডের মাধ্যমে কেওয়াইসি (KYC) যাচাই করতে হবে। এরপর মেশিনে পুরনো সোনা রাখলে এআই প্রযুক্তির সাহায্যে তার বিশুদ্ধতা পরীক্ষা ও ওজন নির্ধারণ করা হবে। ওই মুহূর্তের লাইভ বাজার দর অনুযায়ী সোনার দাম নির্ধারিত হবে এবং কোনও মানবিক হস্তক্ষেপ ছাড়াই টাকা সরাসরি চলে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে। শুধু তাই নয়, এই মেশিনে অগমেন্টেড রিয়েলিটি (AR) প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে গ্রাহকরা ভার্চুয়ালি গয়না ট্রায়ালও দিতে পারবেন।
নিরাপত্তার ক্ষেত্রেও আপস করেনি সংস্থাটি। এই এটিএম ২৪ ঘণ্টা পরিষেবা দেবে এবং প্রতিটি লেনদেনের আগে অপরাধমূলক রেকর্ড যাচাই করার ক্ষমতা রাখে এটি। হায়দ্রাবাদের সাফল্যের পর খুব শীঘ্রই কলকাতা, দিল্লি ও মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলোতেও এই গোল্ড এটিএম বসানোর পরিকল্পনা করছে গোল্ডসিক্কা।