সোনমের দ্বিতীয় প্রেগন্যান্সি জল্পনা! আংটি বদল অনুষ্ঠানে কেন পাপারাৎজি এড়ালেন অনিল-কন্যা?

বলিউডের কাপুর পরিবারে ফের বিয়ের সানাই। অভিনেতা অর্জুন কাপুরের বোন এবং প্রযোজক বনি কাপুরের কন্যা অংশুলা কাপুর তাঁর দীর্ঘদিনের প্রেমিক, চিত্রনাট্যকার রোহান ঠাকরের সঙ্গে বাগদান পর্ব সম্পন্ন করলেন। জানা গেছে, দশেরার শুভ তিথিতে (২ অক্টোবর) মুম্বাইতে ঘরোয়া পরিবেশে এই ‘রিং সেরিমনি’র আয়োজন করা হয়।

বনি কাপুরের বাসভবনে প্রথমে একটি পুজোর আয়োজন করা হয়, এরপর আংটি বদল অনুষ্ঠান হয়। এটি ছিল একেবারেই ব্যক্তিগত এবং ছোট অনুষ্ঠান, যেখানে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশুলার পাশে ছিলেন তাঁর বাবা বনি কাপুর, ভাই অর্জুন কাপুর, এবং সৎ বোন জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। পরিবারের অন্যান্য সদস্য যেমন সোনম কাপুর, শানায়া কাপুর, হর্ষবর্ধন কাপুর এবং মহীপ কাপুরকেও দেখা যায়।

সোনম কাপুরের ‘পাপারাৎজি এড়িয়ে যাওয়া’ নিয়ে জল্পনা:

অনুষ্ঠানে সোনম কাপুরের প্রবেশ করার ভিডিওতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। জানা যায়, দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার গুজব চলছে সোনমকে নিয়ে। হলুদ পোশাকে সেজে ওঠা এই অভিনেত্রী এদিন পাপারাৎজিদের সম্পূর্ণভাবে এড়িয়ে যান এবং পোজ না দিয়েই সরাসরি বাড়ির ভেতরে চলে যান। যদিও তাঁর গর্ভাবস্থার বিষয়টি কাপুর পরিবারের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।

এদিকে, অর্জুন কাপুরকে পাপারাৎজিদের অনুরোধ করতে দেখা যায়। বৃষ্টির মধ্যে ভিড় সামাল দিতে তিনি বলেন, “আমার একটা অনুরোধ আছে, বৃষ্টিও হচ্ছে। আপনারা শান্ত থাকুন। এখানে বেশি লোক নেই, সবাই ঘরের লোক।” উল্লেখ্য, অংশুলা ও রোহানের আংটি বদল পর্ব আগেই নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হলেও, পরিবার ও ঘনিষ্ঠদের নিয়ে মুম্বাইতে এই অনুষ্ঠানটি সম্পন্ন হলো।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy