সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় রাতের অন্ধকারে বহিরাগত দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে। দীর্ঘদিন ধরে জুয়া ও মদ্যপানের আসর বসানো এবং মহিলাদের উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করার প্রতিবাদ করায় এবার দুষ্কৃতীরা এক পরিবারের বাড়ি ভাঙচুর ও লুঠপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে খবর, মহেন্দ্রনগর অঞ্চলে নিয়মিত রাতে বহিরাগত দুষ্কৃতীরা জড়ো হয়ে জুয়া ও মদ্যপানের আসর বসাত। এ সময় এলাকার মহিলাদের প্রতি কটূক্তি ও অকথ্য ভাষায় গালাগালি করা হত। এর ফলে সন্ধ্যার পর মহিলারা ওই এলাকা দিয়ে যাতায়াত করতে ভয় পেতেন।
এই অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় দুষ্কৃতীরা ক্ষিপ্ত হয়ে একটি বাড়িতে হামলা চালায়। শুধু বাড়ি ভাঙচুরই নয়, ঘরের আলমারি ভেঙে নগদ টাকা ও মূল্যবান গয়নাও লুঠ করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ভয় সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দুষ্কৃতীদের এই দৌরাত্ম্য নিয়ে ঘোলা থানায় একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তায় দুষ্কৃতীদের সাহস আরও বেড়েছে বলে মনে করছেন তাঁরা।
স্থানীয় কাউন্সিলার স্বপন কুণ্ডু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। আতঙ্কিত এলাকাবাসীও এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধের জন্য প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এলাকাবাসী নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।