সেই কালরাত্রি আর নিস্তব্ধতা! ডিভোর্সের দোরগোড়া থেকে কীভাবে ফিরল সাইনা নেহওয়ালের প্রেম?

ভারতীয় ব্যাডমিন্টনের ‘গোল্ডেন গার্ল’ সাইনা নেহওয়াল যখন খেলাকে বিদায় জানানোর ঘোষণা করলেন, তখন সোশ্যাল মিডিয়ায় তাঁর দীর্ঘ ক্যারিয়ারের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে চর্চা তুঙ্গে—তাঁর এবং পারুপল্লী কাশ্যপের প্রেমকাহিনি। গত বছর যে সম্পর্ক প্রায় শেষের মুখে পৌঁছে গিয়েছিল, তা কীভাবে আবার খাদের কিনারা থেকে ফিরে এল, তা কোনও সিনেমার চেয়ে কম নয়।

২০০৫ সালে হায়দ্রাবাদের একটি ট্রেনিং ক্যাম্পে সাইনা ও কাশ্যপের বন্ধুত্বের শুরু। দীর্ঘ ১০ বছর সম্পর্কের কথা গোপন রাখার পর ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু বিয়ের ৭ বছর পর, ১৩ জুলাই ২০২৫-এর সেই অভিশপ্ত রাতে সাইনা সমাজমাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা ঘোষণা করেন। অবসরের কাছাকাছি এসে দুজনে যখন বাড়িতে বেশি সময় কাটাতে শুরু করেন, তখন মতাদর্শগত পার্থক্য এবং ছোটখাটো ঝগড়া তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

তবে ভাগ্যের চাকা ঘোরে মাত্র ১৭ দিনের মাথায়। ২ আগস্ট ২০২৫-এ সাইনা আবার কাশ্যপের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করে জানান, তাঁরা নিজেদের সম্পর্ককে আরও একটি সুযোগ দিতে চান। সাইনা লিখেছিলেন, “কখনও কখনও দূরত্ব একে অপরের গুরুত্ব বুঝিয়ে দেয়।” আজ যখন সাইনা হাঁটুর চোট ও গেঁটে বাতের কারণে ব্যাডমিন্টন থেকে পাকাপাকিভাবে অবসর নিলেন, তখন তাঁর ভক্তরা একটি বিষয়ে অন্তত নিশ্চিন্ত যে—খেলার মাঠের লড়াই শেষ হলেও জীবনের ময়দানে তাঁর পাশে তাঁর পুরনো জীবনসঙ্গী কাশ্যপ শক্ত হাতে হাত ধরে আছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy