সীমান্তে সাইকেল আরোহীর কাছে উদ্ধার ৬০ লক্ষ টাকার সোনা

ভারত-বাংলাদেশ সীমান্তে তল্লাশির সময় এক সাইকেল আরোহীর কাছ থেকে ৬০ লক্ষ টাকারও বেশি মূল্যের সোনা উদ্ধার করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। মাছের খাবার ভর্তি দুটি বালতির মধ্যে লুকিয়ে এই সোনা পাচার করার চেষ্টা হচ্ছিল। এই ঘটনায় বিএসএফ জওয়ানদের তৎপরতায় চোরাচালানের বড় একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। প্রতিদিনের মতো বিএসএফ জওয়ানরা সীমান্তে তল্লাশি চালাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি সাইকেল চালিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় জওয়ানরা তাকে থামান। তার সাইকেলে দুটি বালতি ছিল, যার মধ্যে মাছের খাবার ভরা ছিল।

জওয়ানরা বালতি দুটি ভালো করে পরীক্ষা করে দেখেন এবং তার মধ্যে লুকানো একটি প্যাকেট দেখতে পান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সন্তোষজনক উত্তর দিতে না পারায় জওয়ানরা প্যাকেটটি খোলেন। প্যাকেট থেকে ৬০৭.৬৬ গ্রাম ওজনের সোনা উদ্ধার হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬২,৬৮,৬২০ টাকা।

জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি জানায়, এই পাচারের জন্য তাকে ২০০০ টাকা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এই সাফল্যের জন্য জওয়ানদের প্রশংসা করেন। তিনি বলেন, বিএসএফ জওয়ানরা সর্বদা দেশের সীমান্ত সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। একই সঙ্গে তিনি জনসাধারণকে পাচার সংক্রান্ত যেকোনো তথ্য ‘সীমা সাথী’ হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-এ জানানোর জন্য আহ্বান জানিয়েছেন। এই ঘটনা সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিএসএফ-এর কঠোর মনোভাবের পরিচয় দেয়।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy