সীমান্তে তৎপরতার ফল! কুপওয়ারার মাছিল সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা রুখে এনকাউন্টারে খতম ২ জঙ্গি

জম্মু ও কাশ্মীরে বরফ পড়ার আগেই জঙ্গি অনুপ্রবেশের আশঙ্কা সত্যি হল। তবে এবার আগে থেকেই সতর্ক ছিল ভারতীয় সেনা। সম্প্রতি দ্য ওয়ালের প্রকাশিত খবর অনুযায়ী, সীমান্ত গ্রামগুলিতে সেনা ক্যাম্প তৈরি ও বিপুল সেনা মোতায়েনের যে তৎপরতা দেখা গিয়েছিল, তার ফল মিলল হাতে হাতে। কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা।

পহেলগামের ঘটনা থেকে শিক্ষা:
জানা যাচ্ছে, গত বছর পহেলগামের হামলাকারীরা বরফ পড়ার আগেই সীমান্তবর্তী গ্রামগুলিতে ঢুকে পড়েছিল এবং নিরাপত্তা বাহিনী অনেক পরে তাদের উপস্থিতি টের পায়। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক হয়েছে সেনা ও নিরাপত্তা বাহিনী।

গুলি বিনিময়ের ঘটনা:
সোমবার রাতে কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে LoC বরাবর টহল দেওয়ার সময় জওয়ানদের চোখে সন্দেহজনক গতিবিধি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান শুরু হতেই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। শুরু হয় তীব্র গুলির লড়াই। সেনা জানিয়েছে, সোমবার সন্ধে সাতটা নাগাদ প্রথম তাদের গতিবিধি ধরা পড়ে এবং কিছুক্ষণ গুলিবিনিময়ের পরই দুই জঙ্গি খতম হয়। তবে এখনও পর্যন্ত নিহত জঙ্গিদের পরিচয় জানা যায়নি।

অন্য এলাকায় বিস্ফোরণের শব্দ:
এদিকে, কুপওয়ারা জেলার দুদনিয়াল সেক্টরে সোমবার রাত থেকে টানা একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সেনার ধারণা, জঙ্গিরা অন্য দিক দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল এবং সেনাকে বিভ্রান্ত করার জন্য একাধিক জায়গায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা ও নিরাপত্তা বাহিনী।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy