সিটি কলেজের ‘বি বি স্যার’ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রী; এক নজরে ব্রাত্য বসুর জীবন ও যোগ্যতা

পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ব্যক্তিগত যোগ্যতা এবং পেশাদার জীবন নিয়ে অনেক সময়েই কৌতূহল দেখা যায়। রাজনীতির ময়দানে আসার আগে তিনি মূলত একজন অধ্যাপক হিসেবেই পরিচিত ছিলেন। কলকাতার সিটি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং তাঁরা ভালোবেসে তাঁকে ‘বি বি স্যার’ বলে ডাকতেন।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নাট্যজগতেও তাঁর অবাধ বিচরণ। তবে রাজনীতির ব্যস্ততা বাড়ার সঙ্গে সঙ্গে অধ্যাপনা থেকে তিনি দূরে সরে আসেন। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও মন্ত্রী হওয়ার পর তিনি দীর্ঘ সময় ‘লিয়েন’ বা সাময়িক ছুটিতে ছিলেন। এরপর ২০১৬ সালে দ্বিতীয়বার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তিনি সরকারিভাবে স্বেচ্ছাবসর (VRS) নেওয়ার সিদ্ধান্ত নেন। বর্তমানে তাঁর কাঁধেই রয়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ শিক্ষা দফতরের গুরুদায়িত্ব।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy