হিমাচল প্রদেশের উনা জেলার একটি সরকারি হাসপাতালের দুই নার্সের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় মদ্যপান এবং ধূমপানের অভিযোগ উঠেছে। ৫ আগস্ট মঙ্গলবার রাতে এই লজ্জাজনক ঘটনাটি ঘটে। তবে ঘটনাটি হয়তো আড়ালেই থেকে যেত, যদি না দুই নার্স অতিরিক্ত মদ্যপানের ফলে বমি করতে শুরু করতেন। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই স্বাস্থ্য বিভাগ তদন্তের নির্দেশ দিয়েছে এবং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
জানা গেছে, উনা রিজিওনাল হাসপাতালের দুই স্টাফ নার্স রাতে ডিউটিতে থাকাকালীন ওয়ার্ডের মধ্যেই মদ্যপান করেন। এদের মধ্যে একজন মেডিক্যাল ওয়ার্ডে এবং অন্যজন সার্জিক্যাল ওয়ার্ডে কর্মরত ছিলেন। তাদের অতিরিক্ত মদ্যপানের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন এবং বমি করতে শুরু করেন।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে, এই দুই নার্স ৪ এবং ৫ আগস্ট দুদিন ধরে লাগাতার মদ্যপান ও ধূমপান করছিলেন। ৪ আগস্ট রাতেও তারা একই কাণ্ড ঘটান এবং রোগীদের দেখাশোনার দায়িত্ব শিক্ষানবিশদের ওপর ছেড়ে দেন। শিক্ষানবিশদের অভিযোগের ভিত্তিতেই স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে পদক্ষেপ নিয়েছে।
এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য বিভাগ উভয়ই বিব্রত। অভিযুক্ত দুই নার্সের মধ্যে একজনকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল, কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর সেই ডেপুটেশন বাতিল করে তাকে পুনরায় তার আগের পদে ফিরিয়ে আনা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং যত দ্রুত সম্ভব তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই ধরনের ঘটনা সরকারি হাসপাতালের কর্মীদের পেশাদারিত্ব নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।