সিআইডি অফিসারের স্ত্রীকে হেনস্থা ও অশালীন আচরণের অভিযোগ, অ্যাপ বাইকচালক গ্রেফতার, মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি

এক সিআইডি (CID) অফিসারের স্ত্রীকে হেনস্থা এবং তাঁর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক অ্যাপ বাইকচালককে গ্রেফতার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ধৃত বাইকচালকের নাম সচিন রাজবংশী

ঘটনা ও অভিযোগ:

  • সময় ও স্থান: শুক্রবার সকাল ১০টা নাগাদ ঢাকুরিয়া থেকে সল্টলেক আইবি ব্লক পর্যন্ত যাওয়ার জন্য ওই সিআইডি অফিসারের স্ত্রী অনলাইনে বাইক বুক করেন।

  • বিবাদের সূত্রপাত: ইএম বাইপাস থেকে নিকো পার্ক যাওয়ার পথে বাইকটি পৌঁছালে মহিলা চালককে সুকান্তনগর লোহা পুল থেকে খালপাড় ধরে সল্টলেকে ঢুকতে বলেন। তাঁর দাবি ছিল, এই রাস্তাটি কাছাকাছি হবে।

  • চালককের অসম্মতি: বাইকচালক সচিন রাজবংশী জানান, তাঁর লোকেশন ম্যাপে অন্য রাস্তা দেখাচ্ছে, তাই তিনি ওই পথে যাবেন না।

  • অভিযোগ: এরপর দু’জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় রেগে গিয়ে ধৃত সচিন রাজবংশী ওই মহিলাকে হেনস্থা ও অশালীন আচরণ করেন।

পুলিশি পদক্ষেপ:

ঘটনার পর মহিলা বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত অ্যাপ বাইকচালককে গ্রেফতার করে। কেন আরোহী মহিলার সঙ্গে তিনি এমন ব্যবহার করলেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। শনিবার ধৃতকে বিধাননগর আদালতে পেশ করা হবে।

ধৃতের স্ত্রীর পাল্টা দাবি:

যদিও ধৃত সচিন রাজবংশীর পরিবার এই গ্রেফতারির বিরোধিতা করেছে এবং মিথ্যা অভিযোগে ফাঁসানোর দাবি জানিয়েছে।

  • সচিনের স্ত্রী বলেন, “অভিযোগকারিণীর স্বামী সিআইডি অফিসার। ওই মহিলা আমার স্বামীকে একটি জায়গায় নিয়ে যেতে বলেন। যেখান দিয়ে নিয়ে যেতে বলেছিলেন, সেটা ঠিক রাস্তা নয়। এটাই আমার স্বামী বলেছিলেন। তাতেই মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন।”

  • তিনি আরও দাবি করেন, অনেকেই বলছেন, তাঁর স্বামী কোনো ভুল করেননি। “মহিলার স্বামী পুলিশ অফিসার। সেইজন্য মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছেন। তাঁকে আমার অনুরোধ, মিথ্যা মামলায় ফাঁসাবেন না।”

  • সচিনকে ছেড়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের লোকজন পুলিশের কাছে আর্জি জানিয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy