সানি লিওনের নাচে ‘না’ সাধু-সন্তদের! বর্ষবরণের রাতে ধুন্ধুমার কাণ্ড, বাতিল অনুষ্ঠান

মথুরায় নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতিতে জল ঢেলে দিল ধর্মীয় বিতর্ক। বর্ষবরণের রাতে বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন পর্নস্টার সানি লিওনের নাচ-গানের অনুষ্ঠান ঘিরে উত্তাল হয়ে উঠল শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা। স্থানীয় সাধু-সন্তদের প্রবল আপত্তির মুখে শেষ মুহূর্তে পুলিশ ও প্রশাসনের নির্দেশে বাতিল করে দেওয়া হলো সানি লিওনের সেই বর্ণাঢ্য অনুষ্ঠান।

মথুরার একটি বিলাসবহুল বেসরকারি হোটেলে ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত এই ডিজে পার্টির আয়োজন করা হয়েছিল। টিকিট বিক্রি থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই বাধা হয়ে দাঁড়ান স্থানীয় ধর্মগুরুরা। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির মামলার প্রধান আবেদনকারী দীনেশ ফলাহারী মহারাজ জেলা প্রশাসনের কাছে এই অনুষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। তাঁর দাবি, সানি লিওনের মতো একজন শিল্পীর নৃত্য প্রদর্শন ব্রজভূমির পবিত্রতাকে কলঙ্কিত করবে।

ফলাহারী মহারাজ স্পষ্ট ভাষায় বলেন, “মথুরা ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মভূমি। এখানকার আকাশ-বাতাস ভজন-কীর্তনে মুখরিত থাকে। সেখানে সানি লিওনের মতো একজন প্রাক্তন পর্নস্টারের শরীর প্রদর্শন বা কুরুচিকর নৃত্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এটি কোটি কোটি সনাতনী ভক্তের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার একটি পরিকল্পিত চক্রান্ত।” তিনি উদ্যোক্তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থার দাবি জানান।

অন্যদিকে, হোটেলের মালিক মিতুল পাঠক জানিয়েছেন, তাঁরা সানি লিওনকে একজন জনপ্রিয় বলিউড শিল্পী হিসেবেই আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রশাসনের প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছিল। কিন্তু সামাজিক ও ধর্মীয় আবেগের কথা মাথায় রেখে এবং প্রশাসনের নির্দেশে তাঁরা অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। জানা গিয়েছে, মাত্র ৩০০ জন দর্শকের জন্য এই অনুষ্ঠানের টিকিট বিক্রি হয়েছিল। সানি লিওন নিজেও একটি ভিডিও বার্তায় মথুরা আসার জন্য উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু সাধু-সন্তদের অনড় মনোভাবের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো বলিউড গ্ল্যামারকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy