‘সাইলেন্ট’ থেকে ডুপ্লিকেট—ধরা পড়ল ২,২৫,০০,০০০ ভুয়ো রেশন কার্ড! কী দেখে বাতিল হল কার্ড?

স্বচ্ছ ও পরিচ্ছন্ন রেশন ব্যবস্থা নিশ্চিত করতে ২০২৪-২৫ সালে দেশজুড়ে এক বিশাল পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। ভোক্তা বিষয়ক খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে প্রায় ২.২৫ কোটিরও বেশি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এই মেগা ভেরিফিকেশন (Mega Verification) অভিযান মূলত ‘ভুয়ো’ এবং ‘নিষ্ক্রিয়’ রেশন কার্ডগুলিকে চিহ্নিত করার লক্ষ্যেই চালানো হয়েছে।

এদিন সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY)-এর আওতায় থাকা মোট ৮.৫১ কোটিরও বেশি রেশন গ্রাহকের ডেটা যাচাই করা হয়েছিল। সেই যাচাই প্রক্রিয়ার পরেই বিপুল সংখ্যক এই কার্ড বাতিল হয়।

যেভাবে ধরা পড়ল ভুয়ো কার্ড

ভোক্তা বিষয়ক খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের প্রতিমন্ত্রী নিমুবেন জয়ন্তীভাই বাম্বানিয়া সংসদে জানান, এই অভিযানে একাধিক সরকারি ডাটাবেসকে কাজে লাগানো হয়েছে। CBDT, MoRTH, MCA, এবং CBIC-এর মতো সংস্থার ডেটা বিশ্লেষণের মাধ্যমে গ্রাহকদের রেকর্ড ক্রস-ম্যাচিং (Cross-Matching) করে এই ‘শুদ্ধিকরণ’ প্রক্রিয়া চলে।

মূলত যে ধরনের রেশন কার্ডগুলি বাতিল করা হয়েছে, সেগুলি হলো:

  • ‘সাইলেন্ট’ রেশন কার্ড: যে কার্ডগুলি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে।

  • ডুপ্লিকেট রেশন কার্ড: একই ব্যক্তির নামে একাধিক কার্ড।

  • একক রেশন কার্ড: যেখানে একমাত্র উপভোক্তার বয়স ১৮ বছরের নীচে।

  • মৃত বা বিদেশে চলে যাওয়া ব্যক্তিদের কার্ড: যা এখনও সক্রিয় ছিল।

🚨 সবচেয়ে বেশি কার্ড বাতিল হওয়া ১০টি রাজ্যের তালিকা: পশ্চিমবঙ্গ কত নম্বরে?

যে রাজ্যগুলি থেকে সবচেয়ে বেশি পরিমাণে রেশন কার্ড বাতিল করা হয়েছে, তার একটি তালিকাও সংসদে প্রকাশ করেছে কেন্দ্র। এই তালিকায় উল্লেখযোগ্যভাবে নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও।

রাজ্য ২০২৪ সাল পর্যন্ত বাতিল কার্ডের সংখ্যা (প্রায়) মোট বাতিল কার্ডের সংখ্যা (প্রায়)
বিহার ১৬ লক্ষ ৮৬ হাজার ১৮ লক্ষ ৩৫ হাজার (২০২৫ পর্যন্ত)
হরিয়ানা ১৩ লক্ষ ৪৩ হাজার (এখন পর্যন্ত)
উত্তরপ্রদেশ ৮ লক্ষ ৪১ হাজার ১৪ লক্ষ ৪০ হাজার (২০২৫ পর্যন্ত)
পশ্চিমবঙ্গ ৫ লক্ষ ৫ লক্ষের বেশি
মধ্যপ্রদেশ ৭ লক্ষ ৪ হাজার ৯ লক্ষ ৬৪ হাজার (২০২৫ পর্যন্ত)
অন্ধ্রপ্রদেশ, দিল্লি, ছত্তিশগড়, রাজস্থান, তামিলনাড়ু লক্ষ লক্ষ কার্ড নিষ্ক্রিয়

কেন্দ্রের এই কঠোর পদক্ষেপের পর এবার রেশন গ্রাহকদের নিজেদের কার্ডের অবস্থা যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy