সাংসদ কাকলির পরিবারকে কেন তলব? নির্বাচন কমিশনের টুইটে ফাঁস আসল সত্য! বিতর্ক তুঙ্গে!

এবার ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে খোদ তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারকে কেন্দ্র করে শুরু হলো রাজনৈতিক টানাপোড়েন। খসড়া তালিকায় নাম না থাকা সত্ত্বেও তাঁর দুই পুত্র, মা এবং বোনকে শুনানিতে ডাকার ঘটনায় সরব হলেন বারাসতের সাংসদ। তবে বিতর্ক বাড়তেই আসরে নেমেছে নির্বাচন কমিশন।

সাংসদের ক্ষোভ ও প্রশ্ন: সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তীব্র উষ্মা প্রকাশ করেন। তাঁর প্রশ্ন ছিল, খসড়া তালিকায় যেখানে তাঁর নিজের নামই নেই, সেখানে তাঁর পরিবারের সদস্যদের কেন শুনানির জন্য ডাকা হচ্ছে? এই ঘটনাটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং বিরোধী ও শাসক শিবিরের মধ্যে বাদানুবাদ শুরু হয়।

কমিশনের সাফাই: কেন এই নোটিস? বিতর্ক থামাতে নির্বাচন কমিশন টুইট (বর্তমানে X) করে বিষয়টি খোলসা করেছে। কমিশনের বক্তব্য অনুযায়ী:

লিঙ্কেজ সমস্যা: যে সমস্ত ‘এনুমারেশন ফর্ম’ জমা পড়েছে, সেখানে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে লিঙ্কেজ বা তথ্যের সঠিক সংযোগ ছিল না।

ডেটা যাচাই: তথ্যের সত্যতা যাচাইয়ের জন্যই এই আইনি ও প্রক্রিয়াগত পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

বাড়িতেই হবে শুনানি: সাংসদের বৃদ্ধা মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কমিশন বিশেষ ছাড় দিয়েছে। কমিশন জানিয়েছে, তাঁর মাকে সশরীরে হাজিরা দিতে হবে না। তিনি বাড়ি থেকেই ভিডিও কনফারেন্স বা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে শুনানিতে অংশ নিতে পারবেন।

ভোটের আগে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যে যখন শাসক-বিরোধী তরজা তুঙ্গে, তখন খোদ সাংসদ পরিবারের এই ইস্যু প্রশাসনের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy