বাংলাদেশের রাজনীতিতে বড় আলোড়ন! সরকারি জমি বরাদ্দে অনিয়মের অভিযোগে ঢাকার একটি বিশেষ আদালত সে দেশের অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ লেবার পার্টির সাংসদ টিউলিপ সিদ্দিককে দোষী সাব্যস্ত করে দণ্ডাদেশ দিয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের (AP) বরাত দিয়ে জানা গিয়েছে, পুর্বাচল নিউ টাউন প্রকল্পে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ার পর বিচারক রবিউল আলম এই রায় দেন।
কারাদণ্ডের বিবরণ:
শেখ হাসিনা (প্রাক্তন প্রধানমন্ত্রী): তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শেখ রেহানা (শেখ হাসিনার বোন): মামলার “প্রধান অংশগ্রহণকারী” হিসেবে চিহ্নিত করে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
টিউলিপ সিদ্দিক (শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সাংসদ): জমি বরাদ্দে প্রভাব খাটানোর দায়ে তাঁকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
আদালতের পর্যবেক্ষণ:
রায়ে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনা পুর্বাচল প্রকল্পে জমি বণ্টনের ক্ষেত্রে অবৈধ প্রভাব প্রয়োগ করেছিলেন। শেখ রেহানাকে “প্রধান অংশগ্রহণকারী” হিসেবে চিহ্নিত করায় তাঁর শাস্তি কঠোর করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মায়ের জন্য জমি বরাদ্দ নিশ্চিত করতে সরাসরি প্রভাব খাটিয়েছিলেন।
রাজনৈতিক আলোড়ন:
তিন অভিযুক্তই রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। গত বছর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে টিউলিপ সিদ্দিক তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক পালাবদলের পর দেশজুড়ে চলমান অস্থিরতার মাঝখানে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে এই দণ্ডাদেশ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনকে আরও তীব্রভাবে নাড়া দেবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।