সরকারি চাকরির প্রস্তুতির নয়া ঠিকানা, চাকরি এবার হাতের মুঠোয়! দিশা দেখাচ্ছে আসানসোলের এই সংস্থা

স্নাতক পড়াশোনার পর চাকরি পেতে ইচ্ছুক কিন্তু আর্থিক অনটন বা সঠিক নির্দেশনার অভাবে দিশেহারা হয়ে পড়া তরুণ-তরুণীদের জন্য আশার আলো দেখাচ্ছে পশ্চিম বর্ধমানের আসানসোল জেলা গ্রন্থাগার। শুধু এই জেলার নয়, বাঁকুড়া, পুরুলিয়া এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার থেকেও অসংখ্য মেধাবী ছাত্র-ছাত্রী এখানে এসে বিনামূল্যে চাকরির প্রস্তুতি নিচ্ছেন।

কীভাবে সাহায্য করছে গ্রন্থাগারটি?
আসানসোল জেলা গ্রন্থাগারে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বইয়ের এক বিশাল সংগ্রহ রয়েছে। ডব্লিউবিসিএস (WBCS), রেল, ব্যাঙ্ক এবং রাজ্য সরকারের বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় সমস্ত ক্যারিয়ার গাইডেন্স বই এখানে পাওয়া যায়। এই গ্রন্থাগারটি সেইসব ছাত্র-ছাত্রীদের জন্য এক আশীর্বাদ, যারা দামি বই কিনে প্রস্তুতি নিতে পারেন না।

আসানসোল জেলা লাইব্রেরীর যুগ্ম সম্পাদক দীপক কান্ত তলাপাত্র জানিয়েছেন, প্রতিদিন প্রায় ১০০ থেকে ১৫০ জন পাঠক বই পরিবর্তন করেন। নিয়মিত পাঠকের সংখ্যা ২২৮৬ জন এবং প্রতি বছর এখান থেকে ১০ জনের মতো ছাত্র-ছাত্রী বিভিন্ন সরকারি চাকরি পেয়ে থাকেন।

গ্রন্থাগারের নিয়মাবলী:
গ্রন্থাগারে এসে বই পড়ার জন্য কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে সদস্য হওয়ার জন্য নিজের পরিচয়পত্র ও ছবি দিয়ে একটি কার্ড তৈরি করতে হয়। একবার সদস্যপদ পাওয়ার পর সকাল ১১.৩০ থেকে সন্ধ্যা ৬.৩০ পর্যন্ত গ্রন্থাগারে বসেই যত খুশি বই পড়া যায়। তবে, চাকরির প্রস্তুতির এই বিশেষ বইগুলো বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি নেই।

সময় ও স্থান:
আসানসোল জেলা গ্রন্থাগারটি আসানসোল কোর্ট মোড়ের রাস্তায় অবস্থিত। এটি সরকারি ছুটির দিন এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে, সোম থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে।

এই গ্রন্থাগারটি প্রমাণ করেছে যে, সামান্য সুযোগ-সুবিধা আর সঠিক দিকনির্দেশনা পেলে অনেক মেধাবী তরুণ-তরুণীও নিজেদের স্বপ্নের চাকরি পেতে পারে। আসানসোলের এই উদ্যোগ নিঃসন্দেহে রাজ্যের অন্যান্য গ্রন্থাগারগুলোর জন্য একটি অনুপ্রেরণা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy