সোশ্যাল মিডিয়ায় লাইক বা শেয়ারের লোভ নয়, বরং সমুদ্রকে বাঁচানোর এক মহৎ বার্তা নিয়ে ২০ ফুট অতল জলরাশির নিচে ভরতনাট্যম পরিবেশন করল পুদুচেরির ১১ বছরের বালিকা থারাগাই আরাথানা। ভরতনাট্যমের চিরাচরিত পোশাক ও গয়না পরে সমুদ্রের তলদেশের এবড়োখেবড়ো মাটিতেই অবলীলায় নাচতে দেখা যায় তাকে।
কেন এই উদ্যোগ? থারাগাইয়ের এই নাচের প্রধান উদ্দেশ্য হলো বিশ্ববাসীকে ‘প্লাস্টিক মুক্ত সমুদ্র’-এর বার্তা দেওয়া। বর্তমানে সমুদ্রের তলদেশে প্লাস্টিকের যে পাহাড় জমে উঠছে, তাতে জলজ প্রাণীদের জীবন বিপন্ন। অনেক সামুদ্রিক প্রাণী না বুঝে প্লাস্টিক খেয়ে ফেলছে, যা বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করছে। সমুদ্রের এই করুণ দশা রুখতেই ছোট্ট থারাগাই শিল্পের মাধ্যমে এই প্রতিবাদ ও সচেতনতার পথ বেছে নিয়েছে। তার এই সাহসিকতা ও বার্তাকে কুর্নিশ জানাচ্ছে নেটদুনিয়া।