সমস্ত রাগ-অভিমান মুছে এবারের দুর্গাপূজায় আবার একসঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন টলিউডের চর্চিত জুটি যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। একমাত্র ছেলে ঈশানকে নিয়ে তাঁরা প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়িয়েছিলেন। আর এবার বিজয় দশমীতে রীতি মেনে মাকে বরণ করার ছবি পোস্ট করলেন অভিনেত্রী নুসরত জাহান।
বাঙালি বধূর সাজে নুসরত
বিজয়া দশমীর দিন বেশ কয়েকটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, তিনি লাল পাড় সাদা শাড়ি পরে মাকে বরণ করছেন। তবে তাঁর সাজ নজর কেড়েছে সকলের।
সাজ: সিঁথি ভর্তি সিঁদুর, হাতে শাঁখা-পলা— সবমিলিয়ে যেন একেবারে বাঙালি বধূর মতো সেজে উঠেছিলেন অভিনেত্রী। বিশেষ করে, তাঁর পরা শাড়িটিতে দেবী দুর্গার ছবি আঁকা ছিল। তিনি সমস্ত নিয়ম-কানুন মেনেই দেবীবরণ সম্পন্ন করেন।
পরিবার: ছবিতে শুধু নুসরত নন, দেখা গিয়েছে যশ এবং ঈশানকেও। যশ দাশগুপ্তকে দেখা গেল একটি হালকা গোলাপি রঙের পাঞ্জাবিতে। অন্যদিকে, ছোট্ট ঈশান পরেছিল সাদা রঙের জামা এবং প্যান্ট।
ছবিগুলি পোস্ট করে নুসরত ক্যাপশনে লেখেন, ‘শুভ বিজয়া’।
উপহাসে বিন্দুমাত্র কর্ণপাত নয়
উল্লেখ্য, এই শাঁখা, পলা, সিঁদুর পরা নিয়ে একাধিকবার উপহাসের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে তাতে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে বরাবরই তিনি নিজের ধর্মীয় ও পারিবারিক রীতি-নীতি পালন করে এসেছেন। এইবারের বিজয়া দশমীর ছবি পোস্ট করে তিনি যেন আরও একবার সেই বার্তাই দিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’। এই ছবিতে একটি আইটেম গানে নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, যা চলতি বছরের অন্যতম সেরা গান হয়ে উঠেছে।