সবাই এসে সোফায় বসে, বোঝেনি কিছুই! সোফা ছিঁড়তেই যা সামনে এল…? ব্যারাকপুর পুলিশের বড় সাফল্য

ব্যারাকপুর পুলিশ কমিশনারেট (Bকেপি) মাদক পাচারকারীদের বিরুদ্ধে এক বড় সাফল্য অর্জন করেছে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নাগেরবাজার থানার পুলিশ ও ডিডি বিভাগের যৌথ অভিযানে প্রায় ৫৩.৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে, যারা অত্যন্ত ফিল্মি কায়দায় একটি গাড়ির ভেতরে সোফার মধ্যে গাঁজা লুকিয়ে রেখেছিল।

অভিযান ও গ্রেফতার
বুধবার, ৬ আগস্ট, নয়াপট্টি রোড এলাকায় জলের ট্যাঙ্কের কাছে একটি সন্দেহজনক গাড়ি আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করার সময় পুলিশ দেখতে পায়, ভেতরে থাকা সোফার মধ্যে অত্যন্ত সুকৌশলে গাঁজা লুকিয়ে রাখা হয়েছে। মোট ৫৩.৫০ কেজি গাঁজা উদ্ধার হয়।

ঘটনার সঙ্গে জড়িত দুই অভিযুক্তকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুব্রত দে (৬০) এবং সুরজিৎ বিশ্বাস (৩৪)। সুব্রত দে কোচবিহারের বাসিন্দা এবং সুরজিৎ বিশ্বাসের বাড়ি নদিয়া জেলায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের আওতায় মামলা রুজু করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার তাদের এলডি আদালতে পেশ করা হবে।

বৃহত্তর চক্রের সন্ধানে তদন্ত
পুলিশ মনে করছে, এই ঘটনার পেছনে কোনো বৃহত্তর মাদক পাচার চক্রের হাত থাকতে পারে। এই চক্রের মূল হোতাদের ধরতে তদন্ত চলছে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় গোয়েন্দা বিভাগের সূত্রে আরও তল্লাশি অভিযান চলছে।

এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একাধিক বড় সাফল্য লাভ করেছে। দক্ষিণেশ্বরে ১০০ কেজি মাদক উদ্ধার এবং খড়দহ, রহড়া অঞ্চল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও সোনা উদ্ধারের ঘটনা এর মধ্যে উল্লেখযোগ্য। এই ধরনের ধারাবাহিক অভিযান প্রমাণ করে যে, এই অঞ্চলে মাদক পাচার রুখতে পুলিশ বদ্ধপরিকর।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy