সন্ত্রাসবাদ ইস্যুতে যৌথ মঞ্চে সরব মোদী, পুতিনকে পাশে রেখে পাকিস্তানকে কড়া বার্তা

দুই দিনের ভারত সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাশে নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে ফের একবার নাম না করে পাকিস্তানকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী এদিন স্পষ্ট ভাষায় বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছে ভারত-রাশিয়া। পহেলগাঁও হোক বা ক্রোকাস সিটি হল, এই সমস্ত ঘটনার উৎস একটাই।” তিনি আরও যোগ করেন, “ভারত মনে করে, সন্ত্রাসবাদ মানবতার মূল্যবোধে আঘাত হানে। এর বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বজুড়ে একতাই সবচেয়ে বড় শক্তি।”

রাজনৈতিক তাৎপর্য:

ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী মোদীর এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সুদূরপ্রসারী।

  1. একই ‘উৎস’ ইঙ্গিত: ‘পহেলগাঁও’ (জম্মু ও কাশ্মীর) এবং ‘ক্রোকাস সিটি হল’ (মস্কোর কাছে সাম্প্রতিক হামলার স্থান) দুটি ভিন্ন স্থানে হওয়া হামলা হলেও প্রধানমন্ত্রী এই দুটির ‘উৎস একটাই’ বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে তিনি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের মদতদাতা হিসেবে পাকিস্তানকে (নাম না করেও) কড়া বার্তা দিয়েছেন।

  2. রাশিয়ার সমর্থন: রাশিয়ার প্রেসিডেন্টকে পাশে নিয়ে এই বার্তা দেওয়ায় সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারত-রাশিয়ার যৌথ অবস্থান আরও দৃঢ় হলো।

  3. পাকিস্তানের কোণঠাসা: এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন যে সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করলে আন্তর্জাতিক মহলে পাকিস্তান ক্রমশ কোণঠাসা হয়ে পড়বে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy