সন্তানই যখন শিকার! পুণেতে ঘুমন্ত ছেলের গলা কাটল মা, দিদির অবস্থাও আশঙ্কাজনক

মায়ের মমতা নয়, মা হয়ে উঠল যমদূত। পুণের বাইফ রোড এলাকায় ঘটে যাওয়া এক নারকীয় হত্যাকাণ্ডে কেঁপে উঠল গোটা দেশ। নিজের ১১ বছরের ছেলেকে নৃশংসভাবে গলা কেটে খুনের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। এখানেই শেষ নয়, প্রাণঘাতী হামলা চালানো হয়েছে ১৩ বছরের মেয়ের ওপরেও। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মহিলার নাম সোনি সন্তোষ জয়ভয়। তিনি মূলত নান্দেদ জেলার কান্ধারের বাসিন্দা। মৃত ছেলের নাম সাইরাজ (১১)। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যখন সোনি আচমকাই তাঁর দুই সন্তানের ওপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন। সাইরাজকে লক্ষ্য করে উপুর্যুপরি কোপ বসানোয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দিদি ধনাশ্রী (১৩) ভাইকে বাঁচাতে গেলে তার ওপরেও ঝাঁপিয়ে পড়েন সোনি। বর্তমানে ধনাশ্রী অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে গভীর কোনো মানসিক অবসাদ বা পারিবারিক কলহ থাকতে পারে। তবে একজন মা কেন এমন দানবীয় রূপ ধারণ করলেন, তা নিয়ে ধন্দ কাটছে না তদন্তকারীদের। প্রতিবেশীরা এই ঘটনায় স্তম্ভিত। অভিযুক্ত মহিলাকে ইতিমধ্যেই পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। সমাজতাত্ত্বিকদের মতে, আধুনিক জীবনযাত্রার চাপ ও মানসিক বিকৃতি মানুষকে এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য করছে, যেখানে রক্তের সম্পর্কও তুচ্ছ হয়ে দাঁড়ায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy