দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালদিঘি জীবন জ্যোতি নার্সিং হোমে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। সদ্যোজাত সন্তানের জন্ম দেওয়ার পরই তার মা নার্সিংহোমের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় নার্সিংহোমের নিরাপত্তা ও চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকজন। ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছিল?
মৃত ওই সদ্যোজাত সন্তানের মায়ের নাম মামনি মোহন্ত (২৮)। তিনি গঙ্গারামপুর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের স্টালিন কলোনি এলাকার বাসিন্দা। স্বামী বলরাম দে গত রবিবার প্রসব যন্ত্রণার জন্য মামনিদেবীকে গঙ্গারামপুরের কালদিঘি জীবন জ্যোতি নার্সিংহোমে ভর্তি করেন। সেখানেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।
কিন্তু শুক্রবার সকালে জীবন জ্যোতি নার্সিংহোমের ব্যালকনি থেকে হঠাৎই ঝাঁপ দেন মামনি মোহন্ত। ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের লোকজন তাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের অভিযোগ ও তদন্তের নির্দেশ
পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতি ও নিরাপত্তার অভাবেই সদ্যোজাত সন্তানের মায়ের মৃত্যু হয়েছে। যদিও এই অভিযোগের বিষয়ে জানতে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।
ঘটনার গুরুত্ব বুঝে গঙ্গারামপুর থানার পুলিশ ম্যাজিস্ট্রেট পর্যায় তদন্ত শুরু করেছে। মৃতদেহ বালুরঘাটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত চলছে। সদ্যোজাত সন্তানকে রেখে মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।