সকালের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। পুজোর জন্য ফুল তুলতে গিয়ে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফাঁসিদেওয়ার জ্যোতিনগরে। আজ সকালে ঘটা এই ঘটনা আবারও এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
জ্যোতিনগরের বাসিন্দা নীলিমা সরকার প্রতিদিনের মতো আজও সকালে বাড়ির পাশেই এক প্রতিবেশীর বাগানে পুজোর ফুল তুলতে গিয়েছিলেন। ফুল তুলে বাড়ি ফেরার পথে আচমকা এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন তিনি। দ্রুত গতিতে একটি মোটরসাইকেলে চেপে আসে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। কিছু বুঝে ওঠার আগেই তারা নীলিমাদেবীকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে এবং তাঁর গলা থেকে সোনার চেন ছিনিয়ে নিয়ে বিদ্যুদ্বেগে চম্পট দেয়।
ঘটনার আকস্মিকতায় নীলিমা সরকার এতটাই আতঙ্কিত হয়ে পড়েন যে, প্রাথমিক ধাক্কা সামলে তিনি কোনো প্রতিরোধই করতে পারেননি। বাড়ি ফিরে পরিবারের লোকজনকে পুরো ঘটনা জানানোর পর সকলেই হতবাক হয়ে যান। সঙ্গে সঙ্গেই পরিবারের সদস্যরা এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন। সেখানেই ধরা পড়ে দুই দুষ্কৃতীর মুখ এবং ছিনতাইয়ের পুরো মুহূর্ত। এরপর দ্রুত ফাঁসিদেওয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
নীলিমা সরকার, নিজের দুঃসহ অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “প্রতিদিনের মতো আজও সকালে পুজোর ফুল তুলতে গিয়েছিলাম। ফেরার সময় হঠাৎ বাইকে করে দু’জন এসে গলার চেনটা ছিঁড়ে নিয়ে গেল। বুঝে ওঠার আগেই তারা উধাও।” তাঁর কণ্ঠস্বরে এখনও ভয়ের রেশ স্পষ্ট।
ঘটনার তদন্তে নেমেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। সিসিটিভি ফুটেজকে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ধরে নিয়ে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতার এবং এলাকায় পুলিশের টহল বাড়িয়ে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। পুজোর আগে এমন ঘটনায় এলাকার মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ।