সংসদের বাদল অধিবেশনে তৃণমূলের রণকৌশল, মোদীর উপর চাপ বাড়াতে কী প্ল্যান মমতার?

সংসদের বাদল অধিবেশন চলছে উত্তাল পরিস্থিতিতে। ‘অপারেশন সিঁদুর’ সহ একাধিক ইস্যুতে বিরোধীরা সরকার পক্ষকে সাঁড়াশি আক্রমণে বিঁধছে। এই আবহেই কেন্দ্রের উপর চাপ বাড়াতে রণকৌশল সাজাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই অংশ হিসেবে তিনি আজ, সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে একটি জরুরি ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন। কোন পথে এবং কোন ইস্যুগুলিকে সামনে রেখে কেন্দ্রের উপর আক্রমণ তীব্র করা যায়, সেই কৌশল নির্ধারণ করতেই আজ বিকেলে সাংসদদের সঙ্গে বসছেন তৃণমূল নেত্রী।

সাম্প্রতিককালে বিহারের ভোটার তালিকায় ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR)-এর ফলে ৬৫ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ করছে যে, পূর্বপরিকল্পিতভাবে প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে বিরোধী রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও অভিযানে নামতে চলেছে, এবং রাজ্যের শাসকদল তৃণমূলও তাতে শামিল হচ্ছে। এই বিষয়টি নিয়ে সংসদের ভিতরে ও বাইরে সরব হয়েছেন তৃণমূলের সাংসদরা।

এছাড়াও, দেশের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেফতার, আটক, হেনস্থা এবং নিগ্রহের ঘটনাগুলিরও তীব্র প্রতিবাদ করছে তৃণমূলের সংসদীয় দল। পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আর্থিক বঞ্চনা নিয়েও সরব হয়েছেন তৃণমূল সাংসদরা। এই প্রেক্ষাপটে আজ, সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে তৃণমূলের রাজ্যসভা ও লোকসভার সমস্ত সাংসদকে নিয়ে জরুরি ভার্চুয়াল বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চলতি সংসদীয় অধিবেশনের মধ্যে এই বৈঠক রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে কীভাবে দলীয় সাংসদরা সংসদে সমন্বয় করবে, কীভাবে যৌথ প্রতিবাদে শামিল হবে, এবং কোন কোন ইস্যুতে বেশি জোর দেওয়া হবে – এসব বিষয় নিয়ে মমতার এই বৈঠকে স্পষ্ট বার্তা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

তবে শুধু এসআইআর (SIR) নয়, এদিনের বৈঠকে আলোচনার অন্যতম প্রধান বিষয় হতে চলেছে বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার উপর আক্রমণ ও অবহেলা এবং পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসার পর এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল আরও বেশি সোচ্চার হয়েছে। এই বিষয়গুলি নিয়ে কীভাবে সংসদ এবং বাইরে আরও তীব্র সুর চড়ানো যায়, তা নিয়ে মুখ্যমন্ত্রী সোমবারের বৈঠকে সাংসদদের পরামর্শ দেবেন। এই বৈঠক আগামী দিনে সংসদের অভ্যন্তরে তৃণমূলের রণকৌশলকে আরও ধারালো করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy