সংশোধনাগারে থেকেও যে অপরাধীর স্বভাব বদলায়নি, ফের একবার সেই ভয়ঙ্কর অভিযোগ সামনে এল। ২০১২ সালের কুখ্যাত পার্ক স্ট্রিট গণধ**র্ষণ কাণ্ডে (2012 Park Street Gangrape Case) সাজাপ্রাপ্ত নাসির খানের বিরুদ্ধে এবার কলকাতার এক পাঁচতারা হোটেলের নাইটক্লাবে এক যুবতীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল।
রবিবার রাতে এই নারকীয় ঘটনা ঘটেছে বলে অভিযোগ। নির্যাতিতা এই ঘটনায় নাসির খান ও তার সঙ্গী জুনেইদ খানের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South Police Station) অভিযোগ দায়ের করেছেন।
বোতল নিয়ে হামলা, ‘লিকার রুমে’ লুকিয়ে আত্মরক্ষা
নির্যাতিতা তাঁর স্বামী, ভাই ও বন্ধুদের সঙ্গে নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানে হঠাৎ নাসির ও জুনেইদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, বচসার মাঝেই অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালায়। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, “ওরা বোতল নিয়ে আমাদের উপর হামলা করে। ওরা আমার শরীরে আপত্তিকরভাবে হাত দেওয়ার চেষ্টাও করে।”
পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন নির্যাতিতার ভাই ঝামেলা থামাতে যান, তখন তাঁদের উপর আরও আক্রমণ বাড়ে।
নাইটক্লাবের দরজা বন্ধ: চরম আতঙ্ক
বিপদ বুঝে যখন নির্যাতিতা ও তাঁর সঙ্গীরা নাইটক্লাব থেকে পালানোর চেষ্টা করেন, তখন অভিযুক্তরা বাইরে থেকে আরও প্রায় ২০ জনকে ডেকে আনে বলে অভিযোগ! সেই চরম মুহূর্তে তাঁরা ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন।
কিন্তু সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল, ওই মুহূর্তে নাইটক্লাবের দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল! বেরোনোর উপায় না পেয়ে নির্যাতিতা ও তাঁর সঙ্গীরা কোনওরকমে নাইটক্লাবের লিকার রুমে (Liquor Room) লুকিয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে।
কঠোর আইনে মামলা, তদন্ত শুরু
বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার জানিয়েছেন, নির্যাতিতার অভিযোগ পাওয়ার পরেই এফআইআর দায়ের করা হয়েছে। এই অভিযোগকে চরম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। নাইটক্লাবের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং নির্যাতিতার বয়ান নথিভুক্ত করা হয়েছে।
অভিযুক্ত নাসির খান ও জুনেইদ খানের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) ১২৬(২), ১১৫(২), ১১৭(২), ৩৫১(২), ৩(৫) ও ৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। নতুন কঠোর আইনে মামলা হলেও, শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তদের এখনও গ্রেফতার করা হয়নি।