অত্যন্ত সংকটজনক সময় পার করছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্তমানে আইসিইউ-তে (ICU) রাখা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে এক জরুরি ব্রিফিংয়ে তাঁর মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা এখন “অত্যন্ত জটিল”।
মাঝরাতে হাসপাতালে তারেক রহমান:
দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরার পর শনিবার দ্বিতীয়বারের মতো মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত পৌনে ১০টায় তিনি হাসপাতালে পৌঁছান এবং দুই ঘণ্টারও বেশি সময় মায়ের পাশে কাটান। রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করার কিছুক্ষণ পরেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়।
চিকিৎসকদের বক্তব্য: কী ঘটছে ভেতরে?
ডা. জাহিদ হোসেন জানান, গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হয়েছে।
আইসিইউ স্থানান্তর: পরিস্থিতি বেগতিক দেখে তাঁকে প্রথমে কেবিন থেকে সিসিইউ (CCU) এবং পরে আইসিইউ-তে স্থানান্তর করা হয়।
বিশেষজ্ঞ বোর্ড: অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের একটি বোর্ড সার্বক্ষণিক তাঁর পর্যবেক্ষণ করছে। এই বোর্ডে যুক্ত আছেন লন্ডন থেকে আসা তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও।
দেশবাসীর কাছে দোয়ার আবেদন:
মেডিকেল বোর্ড জানিয়েছে, ডায়াবেটিস, কিডনি, হার্ট এবং ফুসফুসের নানা জটিলতা বর্তমানে ওঠানামা করছে। ডা. জাহিদ বলেন, “অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না। মহান আল্লাহর রহমতে যদি তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারেন, তবেই আমরা ভালো কিছু আশা করতে পারব।” তারেক রহমান এবং তাঁর পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গত এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ বছর বয়সী এই নেত্রী। তাঁর বর্তমান শারীরিক অবস্থা আকাশপথের ভ্রমণের উপযোগী না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া আপাতত সম্ভব হচ্ছে না।