টলিপাড়ার আলোচিত জুটি শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং রোশন সিংয়ের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই রোশন সিং গাঁটছড়া বাঁধলেন কলকাতার মেয়ে অনামিকা মিত্রের সঙ্গে। গতকাল ৩১শে জুলাই বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে তাদের বিবাহ অনুষ্ঠান।
উল্লেখ্য, ২০০৩ সালে অল্প বয়সেই রাজীব কুমারকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার হলেও ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এরপর একই বছর কৃষাণ ব্রিজকে বিয়ে করলেও সে সম্পর্কও এক বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে যায়। ২০১৯ সালে শ্রাবন্তী তৃতীয়বারের মতো রোশন সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে দুর্ভাগ্যবশত সেই সম্পর্কও বেশিদিন টেকেনি এবং চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে পাকাপাকিভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। অভিনেত্রী নিজেকে সিঙ্গেল দাবি করলেও, বিবাহবিচ্ছেদের কিছু মাস যেতে না যেতেই রোশন দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন।
গত মঙ্গলবার রোশন নিজেই তার বিয়ের কার্ড প্রকাশ্যে এনেছিলেন। কার্ডের ওপরে রোশন এবং তার স্ত্রীর ছবি দেখা যায়, যেখানে তাদের দুজনকে পিছনে ফিরে হাতে হাত ধরে হাঁটতে দেখা গেছে। কার্ডের ওপরে লেখা ছিল “রোশন উইডস অনামিকা” এবং বিয়ের তারিখ ছিল ৩১শে জুলাই বৃহস্পতিবার। কার্ড দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, জুলাই মাসের শেষ দিনে রোশন নিজের জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।
তবে কে এই অনামিকা? সূত্র মারফত জানা গেছে, রোশনের দ্বিতীয় স্ত্রীর নাম অনামিকা মিত্র। তিনি কলকাতার মেয়ে। মিডিয়া সায়েন্সে দ্য হেরিটেজ একাডেমি থেকে এমএসসি করেছেন এবং সিম্বোসিস ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।
অনামিকার সঙ্গে তার সম্পর্কের কথা রোশন কখনোই আড়াল করেননি। শ্রাবন্তীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পরপরই তিনি অনামিকাকে নিয়ে তার নতুন জীবন শুরু করার কথা প্রকাশ্যে এনেছিলেন। অন্যদিকে অনামিকাও নিজের ফেসবুক প্রোফাইলে রোশনের সঙ্গে তার সম্পর্কের কথা লিখে রেখেছেন। এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তবে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন তাদের শুভাকাঙ্ক্ষীরা।