বিশ্বজুড়ে যুদ্ধংদেহি পরিস্থিতি এবং ডোনাল্ড ট্রাম্পের নিত্যনতুন তোপ— এই দুইয়ের সাঁড়াশি চাপে ধুঁকছে ভারতের শেয়ার বাজার। প্রায় প্রতিদিনই লাল সঙ্কেতে বন্ধ হচ্ছে সেনসেক্স ও নিফটি। এমন কঠিন সময়ে সাধারণ বিনিয়োগকারীরা যখন দিশেহারা, তখন তাঁদের আশার আলো দেখালেন বিশিষ্ট অর্থনৈতিক বিশেষজ্ঞ এবং ‘The Institute of Cost Accountants of India’-র প্রাক্তন প্রেসিডেন্ট মানসকুমার ঠাকুর।
কেন নামছে বাজার? ট্রাম্প ফ্যাক্টর কী?
মানসবাবুর মতে, বাজারের এই অস্থিরতার মূলে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের কড়া অর্থনৈতিক নীতি।
-
ট্যারিফ যুদ্ধ: ট্রাম্প ইতিমধ্যেই আমদানিতে ৫০% শুল্ক চাপিয়েছেন। এমনকি রাশিয়া থেকে তেল কিনলে ৫০০% পর্যন্ত শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন।
-
ভূ-রাজনৈতিক উত্তেজনা: ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ এবং গ্রিনল্যান্ড বা মেক্সিকো নিয়ে ট্রাম্পের আগ্রাসী মনোভাব বিশ্ব বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এর সরাসরি প্রভাব পড়ছে দালাল স্ট্রিটে।
বাজার পড়লে কি SIP বন্ধ করা উচিত?
বিনিয়োগকারীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো তাঁদের মিউচুয়াল ফান্ড নিয়ে। অনেকেই ভয়ে SIP বন্ধ করার কথা ভাবছেন। কিন্তু মানসকুমার ঠাকুরের পরামর্শ সম্পূর্ণ উল্টো। তাঁর মতে:
“SIP বন্ধ করা একদমই ঠিক হবে না। বাজার যখন নীচের দিকে থাকে, তখনই কম দামে বেশি ‘ইউনিট’ কেনা সম্ভব হয়। তাই এখন বিনিয়োগ জারি রাখলে দীর্ঘমেয়াদে অনেক বেশি রিটার্ন মিলবে।” যদি খুব বেশি ঝুঁকি নিতে ভয় লাগে, তবে বিনিয়োগের পরিমাণ কিছুটা কমানোর পরামর্শ দিয়েছেন তিনি, কিন্তু প্রক্রিয়াটি চালু রাখতে বলেছেন।
বিনিয়োগের ‘পারফেক্ট’ ফর্মুলা (৪০-৩০-৩০ নিয়ম)
বর্তমান অস্থির পরিস্থিতিতে পোর্টফোলিও সামলাতে একটি বিশেষ ফর্মুলা দিয়েছেন বিশেষজ্ঞ: | কোথায় বিনিয়োগ | কত শতাংশ | | :— | :— | | SIP (মিউচুয়াল ফান্ড) | ৪০% | | সোনা ও রুপো | ৩০% | | ফিক্সড ডিপোজিট (FD) | ৩০% |
সোনা না কি রুপো?
মানসবাবুর মতে, এই অস্থির সময়ে সোনা ও রুপো নিরাপদ আশ্রয়ের কাজ করে। তবে যেহেতু এগুলোর দাম বর্তমানে বেশ চড়া, তাই একটু বুঝেশুনে বিনিয়োগ করা ভালো। হঠাৎ করে দাম অনেকটা বেড়ে গেলে রিটার্ন কম হওয়ার সম্ভাবনা থাকে।
সতর্কীকরণ: এই প্রতিবেদনটি কেবল তথ্যের উদ্দেশ্যে লেখা। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। যে কোনো বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং নিজে রিসার্চ করুন।