দলের অন্দরে চলা গোষ্ঠীদ্বন্দ্ব এবং শৃঙ্খলাভঙ্গ নিয়ে এবার সরাসরি মুখ খুললেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। সম্প্রতি বিজয়া সম্মিলনীর একটি মঞ্চ থেকে তিনি দলীয় কর্মীদের এই বিষয়ে কড়া বার্তা দেন।
বিধায়ক তাপস চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “দলে যদি শৃঙ্খলা না থাকে, তাহলে সেই দল কখনোই সামনের দিকে এগোতে পারে না।” তিনি স্বীকার করে নেন যে, একটি বড় দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকা অস্বাভাবিক নয়, তবে সেই দ্বন্দ্ব বা ভেদাভেদ কোনওভাবেই যেন বাইরে প্রকাশ না পায়।
বিধায়কের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক গোষ্ঠীর সংঘাতের খবর প্রায়শই শিরোনামে আসছে। এই পরিস্থিতিতে একজন বর্ষীয়ান নেতার এমন স্পষ্ট বার্তা দলের কর্মীদের মধ্যে শৃঙ্খলার অভাবকেই পরোক্ষভাবে নির্দেশ করে বলে মনে করছে রাজনৈতিক মহল।