মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ৯২টি দেশের উপর শুল্ক আরোপের সময়সীমা পিছিয়ে দিয়েছেন। এর আগে ১ অগাস্ট থেকে শুল্ক কার্যকর হবে বলে ঘোষণা করা হলেও, সর্বশেষ ঘোষণায় ট্রাম্প জানিয়েছেন যে, আগামী ৭ অগাস্ট থেকে এই নতুন শুল্ক ধার্য হবে। এই সিদ্ধান্তে ভারত, জাপান, কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নসহ বহু দেশ প্রভাবিত হবে।
ট্রাম্পের ধারাবাহিক সময়সীমা পরিবর্তন:
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাণিজ্য ক্ষেত্রে ‘পারস্পরিক’ শুল্ক আরোপের বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর জন্য বারবার সময়সীমা পরিবর্তন করে চলেছে। আজ ৯২টি দেশের তালিকা প্রকাশ করে কোন দেশকে কত শুল্ক দিতে হবে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে। এই তালিকায় ভারত ছাড়াও জাপান, কোরিয়ার মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলিও রয়েছে, যাদের ওপর চড়া হারে শুল্ক আরোপ করা হয়েছে। এমনকি, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তির একদিন পরেই তাদের ওপর শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের ওপরও শুল্ক আরোপের ঘোষণা এসেছে।
হোয়াইট হাউজের ভেতরের গুঞ্জন:
এই শুল্ক হুমকি এবং তার সময়সীমা পরিবর্তনের ঘটনা নিয়ে হোয়াইট হাউজের ভেতরের একটি সূত্র সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’র কাছে চাঞ্চল্যকর দাবি করেছিল। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায় যে, ট্রাম্পের এই শুল্ক হুমকি এবং তা ঘিরে যে আলোচনা চলছে, তা ‘সবই ভুয়ো’। সূত্রটি আরও দাবি করে, “আসলে কোনো সময়সীমা নেই। এটি এই নাট্য শোতে একটি স্ব-আরোপিত সময়সীমা।” ওই ব্যক্তি আরও যোগ করেছেন যে, ট্রাম্প জানেন যে ‘তাঁর প্রেসিডেন্সির সবচেয়ে আকর্ষণীয় অংশটি হলো শুল্ক’ এবং তিনি এই ইস্যুটিকে ‘সহজে’ ছেড়ে দেবেন না।
ভারতের ওপর শুল্কের ইতিহাস:
উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল ট্রাম্প প্রাথমিকভাবে ভারতের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন। পরে সেই সিদ্ধান্ত পিছিয়ে ৯ জুলাই করা হয়। এরপর সেই ছাড়ের সময়সীমা ১ অগাস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই আবহে ৩০ জুলাই একটি নির্বাহী নির্দেশিকায় ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক চাপান। সর্বশেষ ঘোষণায় তিনি জানান যে, এই শুল্ক ৭ অগাস্ট থেকে কার্যকর হবে।
ট্রাম্প প্রশাসনের এই বারবার সময়সীমা পরিবর্তন এবং শুল্ক আরোপের হুমকি বিশ্ব বাণিজ্যে এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি করেছে। ভারতসহ প্রভাবিত দেশগুলো এই নতুন শুল্ক নীতির প্রভাব এবং এর প্রতিক্রিয়া নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে।