সম্প্রতি একটি সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রায় ১০ বছর পর একসঙ্গে দেখা যায় অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্র একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট করেন, যা নিয়ে আরও জল্পনা তৈরি হয়। অবশেষে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই পোস্টের ব্যাখ্যা দিলেন শতাব্দী।
শতাব্দী জানান, তিনি চাননি যে তাঁর পোস্টটি এত আলোচিত হোক। তিনি বলেন, “আমি কিন্তু চাইনি এইসব। পনেরো বছর মুখ খুলিনি। তবে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে। সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা।” দেব-শুভশ্রীর একত্রিত হওয়া রাজ চক্রবর্তীর মনে কষ্ট দিয়েছে কিনা, এমন ইঙ্গিত ছিল তাঁর পোস্টে।
শতাব্দীর পোস্টটি ছিল এরকম: “আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা,ঠিক একই পথ ধরে।”
যদিও রাজ চক্রবর্তী প্রকাশ্যে এই বিষয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি। তিনি এক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি নিজেও ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন, কিন্তু কাজের কারণে পারেননি। তাঁর পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
শতাব্দী মনে করেন, এই ঘটনায় রাজ কিছুটা হলেও আহত হয়েছেন। তিনি বলেন, “আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না? যে মানুষটাকে নিয়ে এই পোস্ট তাঁকে তো বহু বছর চিনি। সে কী অনুভব করতে পারে, তাঁর মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ সেটা তো আমার কিছুটা হলেও চেনা। সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি।”
প্রসঙ্গত, ২০০৬ সালে শতাব্দী মিত্রের সঙ্গে রাজ চক্রবর্তীর প্রথম বিয়ে হয়েছিল। ২০১১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর রাজের জীবনে পায়েল, মিমি এবং পরে শুভশ্রীর আগমন ঘটে। ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে করেন রাজ। বর্তমানে তাঁরা দুই সন্তানের বাবা-মা।