শিলিগুড়িতে পুলিশের মেগা অপারেশন! মহিলা মাদক কারবারির ঘরে মিলল ৫ লক্ষ টাকা ও ব্রাউন সুগার। ২. যুব সমাজকে ধ্বংসের ব্লু-প্রিন্ট! মাটিগাড়ায় ধৃত নাজিরা খাতুন, উদ্ধার নগদ টাকার পাহাড়। ৩. গৃহবধূর আড়ালে মাদকচক্রের ‘কুইন পিন’! শিলিগুড়িতে পুলিশের হানায় পর্দাফাঁস বড়সড় নেটওয়ার্কের।
প্রতিবেদন: শিলিগুড়ি শহরজুড়ে মাদকের মরণজালের বিস্তার রুখতে বড়সড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার বিকেলে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং বিশ্বাস কলোনি এলাকায় অভিযান চালিয়ে নাজিরা খাতুন নামে এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তার ঘর থেকে যে পরিমাণ মাদক ও নগদ টাকা উদ্ধার হয়েছে, তা দেখে তদন্তকারী অফিসারদেরও চক্ষু চড়কগাছ।
গোপন সূত্রে খবর পেয়ে নাজিরার বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশিতে উদ্ধার হয় ১০৩ গ্রাম ব্রাউন সুগার। এছাড়াও একটি ড্রয়ার থেকে উদ্ধার হয় নগদ ৫ লক্ষ ৩০ হাজার ৪০০ টাকা। পুলিশ জানতে পেরেছে, স্বামী ও দুই সন্তান থাকলেও পুরো মাদক ব্যবসার রাশ ছিল নাজিরার হাতেই। শিলিগুড়ির তরুণ প্রজন্মকে লক্ষ্য করেই এই কারবার চালানো হতো। ধৃত মহিলাকে বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী এবং এই চক্রের পিছনে আর কোন রাঘববোয়ালরা জড়িয়ে, তা খতিয়ে দেখা হচ্ছে।