শিক্ষকদের অবসরের বয়স বৃদ্ধি নিয়ে জল্পনার অবসান, বিজ্ঞপ্তি ভুয়ো বলে জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

রাজ্যের সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানো নিয়ে সম্প্রতি যে তুমুল জল্পনা তৈরি হয়েছিল, তার অবসান ঘটাল নবান্ন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তির জেরে দাবি করা হচ্ছিল যে, পশ্চিমবঙ্গের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল শিক্ষকদের অবসরের বয়স ৬০ বছর থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হতে পারে। কিন্তু সেই খবর সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

নেটমাধ্যমে এই ভুয়ো বিজ্ঞপ্তিটি ভাইরাল হওয়ার পরই শুরু হয় তুমুল আলোচনা। এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ খুলে আসল সত্যটা জানিয়ে দেন।

শিক্ষামন্ত্রী কী বললেন?

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকারি শিক্ষকদের অবসরের বয়স বাড়ানোর বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি নিশ্চিত করেন, “এই সংবাদ ভুয়ো। এমন কিছুই করা হচ্ছে না।”

ফলে, আপাতত রাজ্যের সরকারি শিক্ষকদের অবসরের বয়স অপরিবর্তিত থাকছে। রিটায়ারমেন্টের বয়সসীমা ৬০ বছরই বহাল থাকবে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy