বীরভূমের পর এবার ঝাড়গ্রামে বাংলা ভাষার সম্মান রক্ষার্থে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অসম থেকে বাংলায় NRC নোটিশ পাঠানো এবং বাংলাভাষী মানুষদের হেনস্থার প্রতিবাদে এই পদযাত্রা করেন তিনি। মিছিল শেষে জনসভায় দাঁড়িয়ে তিনি সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে আক্রমণ করেন।
মুখ্যমন্ত্রী অসম সরকারকে ধিক্কার জানিয়ে বলেন, “অসম থেকে কেন বাংলায় NRC নোটিশ পাঠানো হচ্ছে? বাংলা বললেই কেন আটকানো হবে? রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, নজরুলের ভাষাকে অপমান করা হচ্ছে। বাংলা ভাষার ওপর এই অত্যাচার সহ্য করা হবে না।” তিনি আরও অভিযোগ করেন, রাজ্যে সরকারি কর্মীদের ভয় দেখানো হচ্ছে।
এই ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকেও তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, কমিশন বিজেপির ক্রীতদাসের মতো কাজ করছে এবং বাংলার ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র চলছে। সম্প্রতি ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে মমতা বলেন, “কারও নাম কাটা যাবে না। কাউকে শাস্তি পেতে দেওয়া হবে না।” তিনি কমিশনের এই পদক্ষেপকে বাংলায় NRC চালু করার চক্রান্ত বলে আখ্যা দেন।
উল্লেখ্য, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার চার আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। তাঁদের বিরুদ্ধে ‘অপরাধমূলক কার্যকলাপের’ অভিযোগে এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী বলেন, “কোন অধিকারে রাজ্যের আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে?” তিনি দৃঢ়ভাবে জানান, কোনো অফিসারকেই শাস্তি পেতে দেবেন না। তাঁর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।