শাহরুখকে ‘কাকু’ বলে কটাক্ষ! তুর্কি সুন্দরী হান্দের পোস্ট ঘিরে তোলপাড় নেটদুনিয়া

রিয়াদের ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মঞ্চে এক অদ্ভুত বিড়ম্বনার মুখে পড়লেন বলিউডের বাদশা শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে একটি খবর, যেখানে দাবি করা হচ্ছে জনপ্রিয় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল নাকি খোদ শাহরুখকেই চিনতে পারেননি! শুধু তাই নয়, কিং খানকে ‘কাকু’ বলে সম্বোধন করার একটি স্ক্রিনশট ঘিরে এখন উত্তাল বলিউড থেকে ইস্তাম্বুল।

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে, যেখানে দেখা যায় হান্দে একাগ্র মনে মঞ্চের দিকে ফোন তাক করে ভিডিও করছেন। মঞ্চে তখন উপস্থিত স্বয়ং শাহরুখ। ভক্তরা ভেবেছিলেন তুর্কি সুন্দরীও বুঝি শাহরুখের ‘জাবরা ফ্যান’। কিন্তু কিছুক্ষণ পরেই একটি ইনস্টাগ্রাম স্টোরির স্ক্রিনশট ভাইরাল হয় (যা হান্দের বলে দাবি করা হচ্ছে), যেখানে লেখা ছিল— “এই কাকুটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর ভক্ত নই।”

এই পোস্ট প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শাহরুখ অনুরাগীরা। বিশ্বজুড়ে যাঁর পরিচিতি, তাঁকে ‘কাকু’ বলে সম্বোধন করায় অনেকেই একে ‘তাচ্ছিল্য’ হিসেবে দেখছেন। তবে জল ঘোলা হতেই উঠে আসছে নতুন তথ্য। হান্দের প্রোফাইলে বর্তমানে এমন কোনো পোস্টের অস্তিত্ব নেই। অনেক নেটিজেনের দাবি, শাহরুখের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এআই (AI) ব্যবহার করে এই স্ক্রিনশটটি তৈরি করা হয়েছে। কারণ, এর আগে একাধিকবার হান্দে বলিউড এবং শাহরুখের প্রতি নিজের ভালোলাগার কথা জানিয়েছিলেন। এই রহস্যময় পোস্টটি কি সত্যিই হান্দের, নাকি স্রেফ কোনো প্র্যাঙ্ক, তা নিয়ে ধোঁয়াশা থাকলেও বিতর্কের পারদ কিন্তু তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy