শেখ শাহজাহানের বিরুদ্ধে করা একটি মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের ছেলের। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তিনি এই বিষয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলে জানিয়েছেন, “এটা দুর্ঘটনা নয়, শেখ শাহজাহান বসিরহাটের জেল থেকেই অপারেট করে সাক্ষীকে খতম করেছে।”
শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরই গোটা ঘটনা নতুন মাত্রা পেয়েছে। মামলার সাক্ষীর ছেলের এভাবে রহস্যজনকভাবে মৃত্যু হওয়া এবং বিরোধী দলনেতার সরাসরি ‘খুন’-এর অভিযোগ তোলায় বসিরহাটের জেল এবং শেখ শাহজাহানের ভূমিকা নিয়ে তীব্র জল্পনা শুরু হয়েছে। এই অভিযোগের সত্যতা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের শাসক দলের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ স্বাভাবিকভাবেই পরিস্থিতিকে আরও জটিল করে তুলল।