বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর আবহে আজ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বুথ লেভেল অফিসারদের (BLO) চূড়ান্ত পর্বের প্রশিক্ষণ। আগামী মঙ্গলবার, ৪ নভেম্বর থেকে এই এনুমারেশন ফর্ম প্রক্রিয়া শুরু হবে। ওই দিন থেকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু করবেন BLO-রা।
কলকাতার নজরুল মঞ্চসহ রাজ্যের তিনটি ভিন্ন স্থানে এই চূড়ান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের রাজনীতিতে SIR নিয়ে যে তুমুল উত্তাপ চলছে, তাতে শাসক এবং বিরোধী—উভয়পক্ষের হুমকির মুখে পড়তে হচ্ছে BLO-দের।
সুরক্ষা নিয়ে BLO-দের মূল দাবি:
এনুমারেশন পর্বের সময় BLO-দের কার্যত ‘ম্যানমার্কিং’-এ রাখার জন্য বারবার তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের দলের BLA-দের বার্তা দিতে দেখা গেছে। অন্যদিকে, বিজেপিও BLO-দের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।
সংগঠনের উদ্বেগ: এই পরিস্থিতিতে সুরক্ষা নিয়ে এখনও আশঙ্কায় BLO-দের সংগঠন। BLO-ঐক্যমঞ্চ সংবেদনশীল বুথে BLO-দের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছে।
কমিশনের আশ্বাস: নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের নোডাল অফিসার আশ্বাস দিয়েছেন যে নিরাপত্তা সম্পূর্ণভাবে রাজ্য সরকারই দেবে।
BLO-এর রাজনৈতিক বিতর্ক:
এই বিতর্কের মধ্যেই খোদ একজন BLO-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নদিয়ার শান্তিপুরে প্রসেনজিৎ সাহা নামে ওই BLO-র বিরুদ্ধে প্রকাশ্যে SIR এবং NRC-এর বিরোধিতায় বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগ তুলেছে বিজেপি।
প্রসেনজিৎ সাহার দাবি, “আমার রাজনৈতিক মতামত এবং আমার সরকারি দায়িত্ব, সম্পূর্ণ আলাদা বিষয়।” যদিও বিজেপি প্রশ্ন তুলেছে, যিনি নিজেই এই প্রক্রিয়ার বিরোধী, তিনি কীভাবে নিরপেক্ষভাবে কমিশনের কাজ করবেন?
অন্যদিকে, SIR প্রক্রিয়া শুরু হতেই বিভিন্ন স্থানে BLO-দের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দানা বাঁধছে। হাওড়া, পূর্ব বর্ধমানের কাটোয়া এবং পূর্ব মেদিনীপুরে বিজেপির অভিযোগ, একাধিক BLO শাসকদল তৃণমূলের সক্রিয় নেতা বা বুথ সভাপতি। যদিও তৃণমূল সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে।