শালবনিতে শোকের ছায়া, পশ্চিম মেদিনীপুরে ফের বজ্রপাতের বলি ২ কৃষক

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জমিতে চাষের কাজ করতে গিয়ে ফের বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ভারতী হেমব্রম (৩৬) এবং রামু সরেন (৫৩)। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে শালবনিতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, সেই সাথে চলছিল বজ্রপাত। তা সত্ত্বেও কৃষকরা জমিতে কাজ চালিয়ে যাচ্ছিলেন। আর ঠিক সেই সময়ই হঠাৎ বজ্রাঘাতে জমিতেই লুটিয়ে পড়েন এই দুই কৃষক। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ভারতী হেমব্রমের বাড়ি মেদিনীপুরের শালবনির চাকতারিণীতে এবং অপর মৃত রামু সরেনের বাড়ি শালবনি ব্লকের কাশীজোড়া অঞ্চলের দেউলকুণ্ডা গ্রামে।

বজ্রপাতে বাড়ছে মৃত্যুর সংখ্যা:

গত কয়েক বছর ধরে রাজ্যে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবারেই পিংলায় বজ্রপাতে চাষের জমিতে একজন কৃষকের মৃত্যু হয়েছিল। এবার শালবনিতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

প্রশাসনের বার্তা ও আবহাওয়াবিদদের সতর্কতা:

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বজ্রপাতে মৃতদের পরিবারকে সব রকম সাহায্য করা হবে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রপাতের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। তাই বর্ষাকালে চাষের জমিতে কাজ করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হবে। তাঁরা আরও পরামর্শ দিয়েছেন যে, বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে দ্রুত চাষের জমি থেকে নিরাপদ স্থানে সরে আসা উচিত।

এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন এবং বজ্রপাতের বিপদ কতটা গুরুতর। কৃষকদের জন্য সচেতনতা এবং সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy