শালপাতা চিকেন না কি মাংস পিঠে? জঙ্গলমহলের অথেন্টিক স্বাদে মাতোয়ারা খাতড়ার খাদ্য মেলা

শীতের রাতে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ভোজনরসিকদের গন্তব্য এখন বাঁকুড়ার খাতড়া। এ’ টিম গ্রাউন্ডে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী খাদ্য মেলা ২০২৫। মেলার মূল আকর্ষণ আদিবাসী ও জঙ্গলমহলের হাড়কাঁপানো স্বাদের সব ঐতিহ্যবাহী পদ। দেশি মুরগির ঝাল ঝোল, সাদা মোটা চালের গরম ভাত আর কাঠের আঁচে ফোটা হাঁসের মাংসের গন্ধে ম ম করছে মেলা প্রাঙ্গণ।

এই বছরের বিশেষ আকর্ষণ হলো শালপাতা চিকেন এবং জঙ্গলমহলের চিরাচরিত মাংস পিঠে। এছাড়াও নজর কেড়েছে চালের রুটি এবং উৎকল সম্প্রদায়ের স্টলে পাওয়া পাটিসাপ্টা ও দুধ পুলির সুবাস। জঙ্গলমহলের রান্নার নিজস্ব কায়দা এবং দেশি মশলার জাদু উপভোগ করতে কলকাতা ও পুরুলিয়া থেকেও ভিড় জমাচ্ছেন পর্যটকরা। এক কথায়, রসনাবিলাস আর আদিবাসী সংস্কৃতির এক অনন্য মিলনক্ষেত্রে পরিণত হয়েছে খাতড়া।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy