শান্তিপুরে আছড়ে পড়ল বাংলাদেশ ইস্যু! ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে চরম হুঁশিয়ারি বিজেপির

বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের অভিযোগ এবং সম্প্রতি দীপু দাস কাণ্ডের প্রতিবাদে উত্তাল হয়ে উঠল নদিয়ার শান্তিপুর। ওপার বাংলায় একের পর এক সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষোভের আঁচ এবার এসে পড়ল শান্তিপুরে। বিজেপি নেতা ও কর্মীদের উপস্থিতিতে এক বিশাল প্রতিবাদ মিছিল শান্তিপুরের বিভিন্ন পথ পরিক্রমা করে, যা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিজেপির অভিযোগ, বাংলাদেশে হিন্দুদের জানমাল রক্ষায় বর্তমান প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। এর প্রতিবাদস্বরূপ প্রকাশ্য রাস্তায় ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়। মিছিল থেকে ‘জয় শ্রী রাম’ ধ্বনির পাশাপাশি অনুপ্রবেশ বন্ধের দাবিতে স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয় বিজেপি নেতারা সাফ জানান, “বাংলাদেশে আমাদের ভাই-বোনদের ওপর নির্যাতন চলছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। দীপু দাসের মতো সাধারণ মানুষদের ওপর যে চরম অত্যাচার চালানো হয়েছে, তা সভ্য সমাজ মেনে নিতে পারে না।” তারা আরও অভিযোগ করেন যে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ফলে সীমান্তের ওপারের অশান্তি এপারকেও প্রভাবিত করছে। অবিলম্বে সীমান্তে কড়াকড়ি এবং অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করার দাবি তোলা হয়েছে।

বিজেপির এই কর্মসূচিকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা ছিল শান্তিপুর স্টেশন মোড় থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে। সংবাদমাধ্যমের সামনে বিজেপির নেতৃত্ব সরাসরি প্রশ্ন তোলেন—কেন আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী দেশের সরকার হিন্দুদের নিরাপত্তায় নীরব? আগামী দিনে এই আন্দোলন আরও বড় আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গেরুয়া শিবিরের নেতারা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy