শান্তিপুরের অদ্বৈত পাটে পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চালু হল পুলিশ আউটপোস্ট

বহু প্রাচীন এবং ইতিহাস বহনকারী শান্তিপুরের সুরধ্বনি তীরবর্তী বাবলা অদ্বৈত পাটে ভক্তবৃন্দ ও সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হলো। এই স্থানটি শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাগুরু অদ্বৈত আচার্যের সাধন ক্ষেত্র হিসেবে পরিচিত, যেখানে আজও দেশ-বিদেশের লক্ষ লক্ষ ভক্ত পুণ্যলাভের আশায় ভিড় করেন।

শান্তিপুর থানার তত্ত্বাবধানে নতুন আউটপোস্টটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আশীষ মৌর্য, অ্যাডিশনাল এসপি লালটু হালদার, শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং মন্দির কর্তৃপক্ষ।

কেন এই আউটপোস্ট জরুরি?

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, এর আগে দু’জন সিভিক সহ পুলিশ কর্মী নিয়মিত মন্দিরে থাকলেও এবার স্থায়ীভাবে আউটপোস্ট হওয়ায় ভক্তবৃন্দদের নিরাপত্তা প্রদান ও সহায়তার কাজ অনেক সহজ হবে। বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী এবং স্থানীয় বাসিন্দারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

তাঁদের মতে, শহরের শেষ প্রান্ত ১২ নম্বর জাতীয় সড়ক, বিস্তীর্ণ আমবাগান এবং পার্শ্ববর্তী আদিবাসী অধ্যুষিত এলাকার মাঝে এমন একটি আউটপোস্ট থাকায় নির্জন পথে সাধারণ নাগরিকরা এখন যথেষ্ট নিরাপত্তা বোধ করছেন। বিধায়ক জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে জানান, বিশেষ করে ১২ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা প্রবণতা এবং পার্শ্ববর্তী গ্রামগুলিতে যাওয়ার নির্জন পথটির কারণে এই পরিষেবা অত্যন্ত জরুরি ছিল।

জেলা পুলিশ সুপার আশীষ মৌর্য এই প্রসঙ্গে মন্দির কর্তৃপক্ষের সদিচ্ছা ও সহযোগিতার প্রশংসা করেন এবং বলেন, সাধারণ মানুষের জন্যই এই পরিষেবা, এবং মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে পেরে তাঁরাও গর্বিত।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy