শান্তিনিকেতনে পৌষ মেলার ভিড়ে ঠাঁই নাই! হোটেল না পেয়ে বিপাকে পর্যটকরা, জানুন বিকল্প থাকার হদিস

২৩ ডিসেম্বর থেকে বোলপুর শান্তিনিকেতনে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষ মেলা। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় এবার জনজোয়ার দেখা দিয়েছে। তবে প্রথম দিন থেকেই পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে থাকার সমস্যা। বোলপুরের প্রায় ৯০ শতাংশ হোটেল ও রিসোর্ট আগেভাগেই বুক হয়ে যাওয়ায় অনেককেই মেলা দেখে রাতেই বাড়ি ফিরে যেতে হচ্ছে।

অভিযোগ উঠেছে, মেলার মরশুমে সুযোগ বুঝে বোলপুরের অনেক হোটেল মালিক ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, অধিকাংশ রিসোর্টেই একদিনের বুকিং নেওয়া হচ্ছে না; সেখানে তিন বা চার দিনের ‘প্যাকেজ’ বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিস্থিতিতে পকেট বাঁচাতে পর্যটকদের জন্য রয়েছে কিছু বিশেষ বিকল্প।

কোথায় পাবেন কম খরচে থাকার জায়গা? আপনি যদি শান্তিনিকেতনের মূল কেন্দ্র থেকে মাত্র ৫-৬ কিলোমিটার দূরে কাশীপুর বাইপাস মোড়ে যান, তবে সেখানে কম বাজেটে অনেক ভালো হোটেল বা রিসোর্ট পেয়ে যাবেন। নিজস্ব গাড়ি থাকলে সেখানে পার্কিংয়ের সুবিধাও মিলবে এবং একদিনের জন্যও রুম পাওয়া সম্ভব। এছাড়া মেলা দেখে সোজা সাঁইথিয়া স্টেশনের কাছে চলে গেলে সেখানেও সস্তায় হোটেল মিলবে। যারা একটু দূরে যেতে চান, তারা বীরভূমের তারাপীঠেও রাত্রিবাস করতে পারেন।

কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা: মেলা চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশ কর্মী। নজরদারির জন্য ১০টিরও বেশি ওয়াচ টাওয়ার এবং ৩০০টির বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। যানজট নিয়ন্ত্রণে জারি হয়েছে বিশেষ ট্রাফিক নিয়ম। সাদা পোশাকে মহিলা পুলিশ কর্মীরাও টহল দিচ্ছেন মেলা প্রাঙ্গণে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy