লুকিয়ে বিয়ে সেরে বিদেশে তনুশ্রী! বড়দিনের রাতে বরের জন্য কী স্পেশাল রান্না করলেন নায়িকা?

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এখন টক অফ দ্য টাউন। তবে কোনো সিনেমার শুটিংয়ের জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের এক বড়সড় চমক দিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। দেশের বাইরে হঠাৎই সাতপাকে বাঁধা পড়েছেন নায়িকা, আর তারপর থেকেই ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই। বিয়ের পর বিদেশের মাটিতে কেমন কাটছে তাঁর প্রথম বড়দিন? জর্জিয়া থেকেই ভক্তদের সেই আপডেট দিলেন অভিনেত্রী।

সম্প্রতি TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী জানান, বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। রান্নাবান্না করতে বরাবরই ভালোবাসেন তনুশ্রী। তাই বিদেশের বাড়িতে ক্রিসমাস উপলক্ষে বরের জন্য নিজের হাতে তৈরি করেছেন সুস্বাদু ‘ক্যারামেল কাস্টার্ড’। শুধু তাই নয়, নিজের ঘরকেও বড়দিনের সাজে সাজিয়ে তুলেছেন তিনি, যার ঝলক দেখা গিয়েছে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

তনুশ্রীর এই প্রেমকাহিনি যেন কোনো সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম নয়। তিনি জানান, এক বন্ধুর মাধ্যমে আলাপ হয়েছিল তাঁর স্বামীর সঙ্গে। এরপর ইউএসএ-তে দেখা হওয়া এবং পাঁচ মাসের প্রেম। তনুশ্রী ভাবেননি এত দ্রুত বিয়ের সিদ্ধান্ত নেবেন। লাস ভেগাসে ছুটি কাটাতে গিয়েই বদলে যায় তাঁর জীবন। সেখানে পৌঁছে দেখেন তাঁর মনের মানুষটি বিয়ের সমস্ত আয়োজন করে রেখেছেন। শেষমেশ ভিডিও কলে বাবা-মাকে সাক্ষী রেখেই বিদেশের মাটিতে বিয়ে সারেন তিনি।

তবে বিয়ের এত কথা শেয়ার করলেও বরের ছবি কিন্তু এখনো আড়ালেই রেখেছেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় শুধু নিজের ছবি পোস্ট করেই অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন। তনুশ্রীর কথায়, তিনি এবং তাঁর স্বামী দুজনেই ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে পছন্দ করেন। তাই ক্রিসমাস ট্রি আর ঘর সাজানোর ভিডিও সামনে এলেও, মিস্টার রাইটকে দেখার জন্য ভক্তদের অপেক্ষা এখনই ফুরোচ্ছে না।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy