লালকেল্লায় অবৈধ ভাবে প্রবেশের চেষ্টা বিফল, পাঁচ বাংলাদেশি নাগরিক আটক! কী ঘটেছিল?

স্বাধীনতা দিবসের আগে কড়া নিরাপত্তার মধ্যে দিল্লির লালকেল্লায় প্রবেশের চেষ্টা করার অভিযোগে পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। এই পাঁচজনকে অবৈধভাবে ভারতে বসবাস করার সন্দেহে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্র পাওয়া গিয়েছে।

কী ঘটেছিল:
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার এই পাঁচজন ব্যক্তি লালকেল্লায় প্রবেশের চেষ্টা করেন। ১৫ই জুলাই থেকে নিরাপত্তার কারণে লালকেল্লায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ তাদের কাছে এন্ট্রি পাস দেখতে চাইলে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। জিজ্ঞাসাবাদের পর জানা যায়, তারা সকলেই বাংলাদেশি নাগরিক এবং দিল্লিতে শ্রমিকের কাজ করতেন।

দিল্লির ডেপুটি কমিশনার রাজা বান্থিয়া জানান, “ধৃতরা দাবি করেছেন যে লালকেল্লা ১৫ই জুলাই থেকে বন্ধ রয়েছে, সে বিষয়ে তারা অবগত ছিলেন না। তাদের থেকে বাংলাদেশি নথি পাওয়া গেছে, তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি।”

ব্যাপক ধরপাকড় এবং বিতর্ক:
গত কয়েক মাস ধরে দিল্লি, গুজরাট এবং মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এর মধ্যে অনেক সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকও ধরা পড়েছেন। তবে দিল্লির পুলিশের এই অভিযান নিয়ে বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছে। সম্প্রতি, পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরও বাংলাদেশি সন্দেহে হেনস্তা করার অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে।

নয়াদিল্লির লোদী কলোনি থানা থেকে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে পাঠানো একটি চিঠি ঘিরে বিতর্ক আরও জোরালো হয়। ওই চিঠিতে বাংলা ভাষাকে “বাংলাদেশি ভাষা” হিসেবে উল্লেখ করা হয়েছিল, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এই ঘটনার পর দিল্লির পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবং এই বিতর্ক এখনও অব্যাহত রয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy