অভিনেত্রী উর্বশী রাউতেলা (Urvashi Rautela) হামেশাই তাঁর বিভিন্ন মন্তব্য বা কাজের জন্য সংবাদের শিরোনামে থাকেন। তবে এবার কোনো বক্তব্য নয়, বলিউডের ‘দেশী গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) একটি ইনস্টাগ্রাম স্টোরি হুবহু নকল করতে গিয়েই তিনি চূড়ান্ত ট্রোলিংয়ের শিকার হলেন। যে উর্বশী সবসময়েই নিজের মৌলিকত্ব নিয়ে সরব থাকেন, তাঁর এই কাজ নিয়ে প্রশ্ন তুলছে নেটদুনিয়া।
স্টোরি নকল, শুরু বিতর্ক
বলিউড ও হলিউডের নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন। সম্প্রতি তিনি প্রাইমেটোলজিস্ট জেন গুডলকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শুভ বিজয়া এবং গাঁধী জয়ন্তী উপলক্ষে একাধিক স্টোরি শেয়ার করেন। এর চতুর্থ স্টোরিটিতে ছিল একটি বার্তা, যেখানে লেখা ছিল, ‘আই ওয়ান্ট মাই ফিউচার’ (I WANT MY FUTURE)।
অভিযোগ, প্রিয়ঙ্কার এই সমস্ত স্টোরি হুবহু কপি করে উর্বশী রাউতেলা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন। নেটিজেনদের চোখ এড়ায়নি এই বিষয়টি। এরপরেই উর্বশীকে নিয়ে ফের ট্রোলিং শুরু হয়।
নেটিজেনদের তীব্র কটাক্ষ:
একজন লিখেছেন, “একদমই পরিশ্রম করতে চান না।”
অন্য একজন মন্তব্য করেছেন, “মুখের সঙ্গে বুদ্ধিতেও মেকআপ করে নিয়েছেন উর্বশী।”
আরেকজন নেটিজেন লিখেছেন, “এ নিজের আলাদা দুনিয়ায় বাস করে।”
বেটিং অ্যাপ বিতর্কে ED-এর সমন
যখন উর্বশী সোশ্যাল মিডিয়ায় এই নকল বিতর্কে জড়িয়েছেন, ঠিক তখনই বেটিং অ্যাপ সংক্রান্ত এক আইনি জটিলতায় তাঁর নাম উঠে এসেছে। সম্প্রতি ‘1xBet’ নামক একটি বেটিং অ্যাপের বিজ্ঞাপন করার কারণে উর্বশীর কাছে ED-এর সমন এসেছে।
এই একই অ্যাপের সঙ্গে যুক্ত থাকার কারণে তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকেও তলব করা হয়েছে। জানা যাচ্ছে, আজ, অর্থাৎ ১৫ সেপ্টেম্বর মিমি চক্রবর্তীকে ইডির দিল্লির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আগামীকাল হাজিরা দিতে হবে উর্বশীকে।
ইডি তদন্তে জানতে চাইছে, বেআইনিভাবে ভারতে ব্যবসা করা এই অ্যাপগুলির বিজ্ঞাপন এবং প্রচারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল। এর আগে এই বেটিং অ্যাপের প্রচারের জন্য নিধি আগরওয়াল এবং রানা ডগ্গুবতিকেও ডাকা হয়েছিল।
অভিনয় জগতের থেকে বিতর্কেই বেশি পরিচিত উর্বশী রাউতেলা। এক দিকে ED-র সমন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কার স্টোরি নকল করার ঘটনা—সব মিলিয়ে ফের খবরের শিরোনামে এই নায়িকা।