উত্তরপ্রদেশের লখনউয়ে ফের নৃশংস গণধর্ষণের অভিযোগ উঠল। শনিবার বানতারা আমবাগান এলাকায় একাদশ শ্রেণির এক দলিত ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনার পর দ্রুত তৎপরতা শুরু করে পুলিশ ইতোমধ্যে চার অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৬ বছরের ওই কিশোরী শনিবার দুপুরে এক পরিচিতের সঙ্গে বাইকে করে দিদির বাড়ি যাচ্ছিল। বানতারা এলাকার একটি আমবাগানের কাছে পেট্রল পাম্পের পাশে তারা থামলে পাঁচজন অজ্ঞাতপরিচয় যুবক তাদের ঘিরে ধরে। এরপর কিশোরীর সঙ্গীকে মারধর করে তাড়িয়ে দিয়ে কিশোরীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
গুলিবিদ্ধ অভিযুক্ত:
গণধর্ষণের পর দুষ্কৃতীরা কিশোরীকে হুমকি দেয়, কাউকে জানালে তাকে মেরে ফেলা হবে। কোনোমতে সে দিদির স্বামীকে ফোন করে গোটা ঘটনা জানালে থানায় অভিযোগ দায়ের হয়।
অভিযুক্তদের ধরতে কৃষ্ণনগর এলাকার সহকারী পুলিশ কমিশনার বিকাশ কুমার পাণ্ডের নেতৃত্বে একাধিক দল গঠন করে অভিযান শুরু হয়। রাতের দিকে খবর আসে, কয়েক জন অভিযুক্ত হারোনি রেলওয়ে স্টেশনের কাছে লুকিয়ে আছে। পুলিশ তল্লাশি চালালে বাইকে থাকা দুই সন্দেহভাজন পালানোর চেষ্টা করে এবং পুলিশের দিকে গুলি চালায়।
পুলিশের পাল্টা গুলিতে অভিযুক্ত ললিত কাশ্যপ বিদ্ধ হয়। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। অন্যদিকে, পৃথক অভিযানে মেরাজ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
বানতারা থানার অফিসার রানা রাজেশ কুমার জানিয়েছেন, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। এই ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তের মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে, বাকি এক জনের খোঁজে তল্লাশি চলছে।